শিরোনাম :
মো. আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট-সেক্রেটারির অভিনন্দন
টানা দ্বিতীয়বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার জন্য মো. আব্দুল হামিদকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের সর্ববৃহৎ সমবায় প্রতিষ্ঠান ‘ঢাকা ক্রেডিট’র প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ এবং সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।
তারা এক যৌথবিবৃতির মাধ্যমে এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে তারা বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো মো. আব্দুল হামিদ নির্বাচিত হওয়ায় আমরা খ্রিষ্টান সমাজের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মাননীয় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ একজন নিবেদিত প্রাণ। পূর্বের মেয়াদেও তিনি মানবীয় কল্যাণে ভূমিকা রেখেছেন। মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেন। জাতির কল্যাণে তিনি সব সময় সচেষ্ট। তাঁর অহিংস এবং সাম্যের কারণে তিনি সকলের কাছেই প্রিয়। আগামী দিনগুলোতে তিনি জাতির জন্য আরো মহান কাজ করবেন বলে আমরা আশাবাদী। আমরা তাঁর সুস্বাস্থ, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
২০১৮’র রাষ্ট্রপতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মো. আবদুল হামিদ। প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি।
এর আগে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়ে ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. আবদুল হামিদ।
আরবি/আরএস/ ১১ ফেব্রুয়ারি, ২০১৮