ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকা বোর্ডে এসএসসি’র প্রশ্নপত্র ফাঁস, আটক ১৪

ঢাকা বোর্ডে এসএসসি’র প্রশ্নপত্র ফাঁস, আটক ১৪

0
609
ছবি : ফাইল ফটো

এসএসসি পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে কেন্দ্র থেকেই প্রশ্নফাঁস হয়। পরে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কে বা কারা এর পেছনে রয়েছে সে বিষয়ে জানাতে পারেনি গোয়েন্দা পুলিশ। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ১৪ জনকে আটকের পর সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়েই চলছে এবারের এসএসসি পরীক্ষা। প্রতিটি পরীক্ষার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে প্রশ্ন। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি- ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে প্রশ্ন ফাসঁ করে এই চক্রটি। বেশিরভাগ সময় পরীক্ষার দিন সকালে কখনো কখনো আগের দিন রাতে বিভিন্ন সেটের প্রশ্ন ফাঁস করে তারা। পরবর্তীতে বিকাশ কিংবা রকেটের মাধ্যমে টাকা আদায় করে।

আরবি/আরপি/১১ ফেব্রুয়ারি, ২০১৮