শিরোনাম :
স্বাস্থ্যসেবা প্রকল্পের অফিস সময়সূচি : ঢাকা ক্রেডিট
এতদ্বারা ‘দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা’ এর সম্মানিত সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, আগামী ১লা ফেব্রুয়ারি, ২০১৮ খ্রিস্টাব্দ থেকে সমিতির প্রধান কার্যালয়, সাধনপাড়া ও মনিপুরীপাড়া সেবাকেন্দ্রে নি¤œলিখিত সময়সূচি অনুসারে ডাক্তার স্বাস্থ্যসেবা প্রদান করবেন
চিকিৎসক কার্যালয়/সেবাকেন্দ্র বার সময়
ডা: আল আমিন : রবিবার-বৃহস্পতিবার : বিকাল ৫.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা (সমিতির প্রধান কার্যালয়)
ডা: আল আমিন : শনিবার : বিকাল ৫.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা (সাধনপাড়া সেবাকেন্দ্র)
ডা: ডেলফিনা গমেজ : সোমবার ও বুধবার সন্ধ্যা ৬.০০ ঘটিকা থেকে ৮.০০ ঘটিকা (সাধনপাড়া সেবাকেন্দ্র)
ডা: ডেলফিনা গমেজ : বৃহস্পতিবার : ৬.০০ ঘটিকা থেকে ৮.০০ ঘটিকা (মনিপুরীপাড়া সেবাকেন্দ্র)
উল্লিখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
পংকজ গিলবার্ট কস্তা
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।