ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মাজিসবাংলার আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী

মাজিসবাংলার আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী

0
514

বাংলাদেশে দ্বিতীয়বারের মত প্রদর্শিত হয়েছে মাজিসবাংলা আয়োজিত আলোকচিত্র প্রদর্শনি। ঢাকার বটমলী হোম বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে দুই দিন ব্যাপি এই ভিন্ন ধারার আয়োজনকে স্বাগত জানিয়েছেন সৃজনশীল ও সচেতন খ্রীস্টভক্তরা। এবারের মূলসুর ছিল ”ভক্তের মুখে খ্রীষ্টের মুখ।”

খ্রীস্টিয় মূল্যবোধ প্রচার ও প্রসারের লখ্যেই এ আয়োজন বলে জানান মাজিসবাংলার কো-অডিনেটর ফাদার প্রদীপ পেরেজ, তিনি বলেন “খ্রীস্ট ভক্তদের কাজ কর্মের মধ্য দিয়ে কিভাবে খ্রীস্টিয় জীবন ফুটে ওঠে তা তুলে ধরার জন্যই এবারের মুলসুর বেছে নেওয়া হয়েছিল ভক্তেরে মুখে খ্রীস্টের মুখ “ তিনি আরও বলেন ”দিন বদলে গেছে, খ্রীস্টান ছেলে মেয়েদের মধ্যেও ধর্ম বোধ আছে তবে তারা প্রথাগত উপাসনায় অনেক সময় যেতে চায়না বা অনিহা। তই এ ধরনের চিত্রকলা, সাহিত্য, সংস্কৃতি, সিনেমা, বা নাটকের মাধ্যমে এখন তাদের কাছে খ্রীস্টিয় আদর্শ তুলে ধরা দরকার।” তিনি আরও জানান এ বছর মোট ৬৯টি ছবি প্রদর্শিত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, খ্রিস্টভক্ত ছাড়াও প্রদর্শনীতে হিন্দু, মুসলিম ভাই-বোনেরাও এসেছিলেন প্রদর্শনি দেখার জন্য।

রবিবার সন্ধ্যায় পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সনদ ও পুরস্কার। এবারের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছেন বার্নাড রসি রায়। কথা হয় তার সাথে, আলোকচিত্র নিয়ে জানতে চাইলে তিনি বলেন “ছবি তোলা মানে মনের আনন্দ, একটা মুুর্তকে বন্দি করে নিজের কাছে আটকে রাখা।” তিনি আরও বলেন প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম মাজিসবাংলা। খ্রীস্টিয় উদ্দিপনা বাড়ানোর অনন্য এ প্রয়াসে অংশগ্রহন করতে পেরে আমিও অনেক খুশি।

প্রসঙ্গত, জেজুইট ফাদারদের দ্বারা পরিচালিত যুব আন্দোলনের একটি সংগঠন মাজিসবাংলা।

 

আরবি/আরপি/১২ ফেব্রুয়ারি, ২০১৮