ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ফৈলজানা ওয়াইএমসি’র যুব সম্মেলন ও ২৮তম বার্ষিক সাধারণ সভা

ফৈলজানা ওয়াইএমসি’র যুব সম্মেলন ও ২৮তম বার্ষিক সাধারণ সভা

0
462

যুব উন্নয়নের লক্ষ্যে ফৈলজানা ওয়াইএমসি’র যুব সম্মেলন ও ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সংস্থার কার্যালয়ে ।

১২ ফেব্রুয়ারি (সোমবার) যুবক যুবতীদের ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৈলজানা ওয়াইএমসি’র উপদেষ্টা পরিষদের সভাপতি ফাদার এপোলো লের্নাড রোজারিও, বাংলাদেশ ওয়াইএমসি’র জাতীয় পরিষদের সহসভাপতি গগন রোজারিও ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইএমসি’র জাতীয় পরিষদের প্রোগাম সেক্রেটারি এলেক্স ফ্রাঙ্ক রাউলিম, ফৈলজানা ওয়াইএমসি’র উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন, ফৈলজানা ওয়াইএমসি’র সভাপতি মাখন কস্তা প্রমুখ।

বাংলাদেশ ওয়াইএমসি’র জাতীয় পরিষদের প্রোগাম সেক্রেটারি এলেক্স ফ্রাঙ্ক বলেন, ‘যুবরাই হচ্ছেওয়াইএমসি’র মূল চালিকাশক্তি।যুবক যুবতীদের নিয়ে যুব সম্মেলন।যুব উন্নয়নই এখানে সর্বাধিক প্রাধান্য পায়।ওয়াইএমসি’র যুব উন্নয়নের মাধ্যমে যুবক যুবতীদের সুনাগরিক করে গড়ে তোলা ।’

তিনি আরো বলেন, ‘যুব উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ,মেধা উন্নয়ন কর্মসূচির আয়োজন, তথ্য প্রযুক্তিগত কাজে এগিয়ে আসতে উৎসাহী করার মধ্যে যুব উন্নয়ন ত্বরান্বিত করা প্রয়োজন।’

বার্ষিক সাধারণ সভায় ২০১৬-২০১৭ অর্থ বছরের সম্পাদিত বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন পাঠ, অনুমোদন এবং ২০১৭-২০১৮ অর্থ বছরের সংশোধিত ২০১৮-২০১৯অর্থ বছরের প্রস্তাবিত আয় ব্যয়ের বাজেট পাঠ,আলোচনা ও অনুমোদন করা হয়।

এদিন উপদেষ্টা পরিষদের সভাপতি ফাদার এপোলো লের্নাড রোজারিও ৭জন সহযোগী সদস্যকে পূর্ণ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে ফৈলজানা ওয়াইএমসি’র প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু বিভিন্ন পরিষদে থেকে অবদান রাখায় অমল কোড়াইয়া কে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফাদার এপোলো বলেন, ‘৪২ বছরের এই সংগঠন মানব সম্পদ হিসেবে দক্ষ করে আলোকিত মানুষ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।তবে সময়ের সাথে তাল মিলিয়ে এই সংগঠনকে আরো সৃজনশীলতায় ভাবতে হবে।এই সংগঠনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে সামগ্রিক উন্নয়ন করা সম্ভব।

আরবি/ এসডিএস/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৮