শিরোনাম :
আজি নব বসন্তের প্রভাত বেলায়’ গান হয়ে মাতিয়াছ আমাদের যৌবন মেলায়!
ফাল্গুনের হাত ধরে ঋতুরাজ বসন্তের আগমনী সংগীত শুরু হয়ে গেছে। আজ ১লা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। শীতকে বিদায় জানানোর মধ্য দিয়ে চলছে ঋতুরাজ বসন্তকে বরণের অনুষ্ঠান ও দিনব্যাপি নানা আয়োজন।
বাংলা ১৪২৪ ‘বসন্তকে বরণ করতে ১লা ফাল্গুন, ১৩ ফ্রেবুয়ারি (মঙ্গলবার) সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবের। চারুকলা থেকে শুরু হয়ে এ উৎসব ছড়িয়ে পড়েছে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ঋতুরাজ বসন্তের আগমনীতে রাজশাহী শহরে ছড়িয়ে পড়েছে।
ঋতুরাজ বসন্তকে বরণ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় দিন ব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, নৃত্য, সঙ্গীত ও আবৃত্তিতে বসন্ত বরণ উৎসব হয়ে উঠেছে প্রাণবন্ত উৎসব মুখর। এর সাথে রয়েছে বিভিন্ন স্টলে বাহারি পিঠার সমাহার।
বসন্ত মানে পূর্ণতা, বসন্ত মানে নতুন প্রাণের কলরব। বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের জরা-জীর্ণতা। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি যেন আগে থেকেই বর্ণিল সাজে সজ্জিত। তারুণ্যের ঋতু বসন্তে আবাল-বৃদ্ধা, তরুণ-তরুণী সেজেছে নতুন সাজে এবং মেতেছে বসন্ত বন্দনায়।
সকল জীর্ণতাকে পেছনে ফেলে, বিভেদ ভুলে নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা ঋতুরাজ বসন্তের ।
কবি সুভাষ মুখোপাধ্যায় যথার্থই লিখেছেন-‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’।
আরবি/আরপি/১৩ ফেব্রুয়ারি, ২০১৮