শিরোনাম :
গদখালাীতে ফুলের হাটে খুচরা ব্যবসায়ীদের উপচে পড়া ভিড় এবং দাম আকাশছোঁয়া
যশোর জেলার ঝিগরগাছা উপজেলার গদখালী ফুলের হাটে আজ শতশত খুচরা ব্যাবসায়ীদেও ভিড় লক্ষ করা গিয়েছে। স্বাভাবিকের তুলনায় আজ ভিড় ছিল পাঁচ থেকে ছয় গুণ; তাছাড়া ফুলের দামও ছয় থেকে সাত গুণ বেড়েছে।
প্রতিদিন সকাল সাতটায় এই ফুলের হাট শুরু হয় এবং সকাল দশটায় শেষ হয় । পাইকার ব্যাবসায়ী জামাল উদ্দিন ফুলের হাটের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘ভালবাসা দিবসকে ন্দ্রে করে ফুলের দাম বেশি। দু-এক মাস আগে ১০০ পিচের যে ফুলের আটি ৫০-৬০ টাকা বিক্রয় করেছি, তার দাম আজ ৬০০ টাকায় বিক্রয় হচ্ছে।’ তিনি আরো বলেন, দাম বাড়লেও খুচরা ব্যবসায়ীরা প্রচুর পরিমানে ফুল ক্রয় করছে। ‘তা ছাড়া আমি দুই দিনে চার লক্ষ টাকার গোলাপ ঢাকাতে পাঠিয়েছি।’
তাছাড়া এই হাটে কৃষকরা সরাসরি সাইকেল ও ভ্যানে করে ফুলের হাটে এসে বিক্রি করছে। হাট কমিটির সভাপতি মো: তরিকুল ইসলামের কাছে ফুলের বাজার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভালবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি সামনে, তাই ফুলের দাম বেশি। তিনি আরো জানান, ‘এখান থেকে প্রতিদিন ট্রাক ট্রাক ফুল ঢাকাসহ বাংলাদেশের অলিতে-গলিতে চলে যাচ্ছে। প্রতিদিন ৮ থেকে ১০ কোটি টাকার ফুল বিক্রয় হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
আরপি/আরআর/১৫ফেব্রুয়ারি২০১৮