ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পরিবারে সম্পর্ক উন্নয়নের জন্য দরকার সহভাগিতা, ভালোবাসা ও সম্মানবোধ

পরিবারে সম্পর্ক উন্নয়নের জন্য দরকার সহভাগিতা, ভালোবাসা ও সম্মানবোধ

0
1172

মট্স ডেস্ক: পারষ্পরিক সহভাগিতা, ভালোবাসা ও পারষ্পরিক সম্মানবোধ পরিবারে সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করে। সন্তান ঈশ্বরের উপহার তাই তাদেরকে কোয়ালিটি সময় দিতে হবে; তবেই একটি সুন্দর পরিবার তৈরি হবে। প্রধান অতিথির বক্তব্যে মটস-এর পারিবারিক মিলনমেলায় ফাদার প্যাট্রিক শিমন গমেজ এসব কথা বলেন।

কারিতাস বাংলাদেশের মিরপুরে অবস্থিত মট্স প্রকল্প-এর পরিচালকের তত্ত্ববধানে একঝাঁক একনিষ্ঠ তরুন কর্মীর কর্মদ্যোগে খুব স্বল্প সময়ে আয়োজিত মট্স পরিবারের বাৎসরিক আনন্দ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের সেক্রেটারি ফাদার প্যাট্রিক শিমন গমেজ।

অনুষ্ঠানে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের মূলসুর সহভাগিতা করতে গিয়ে ফাদার প্যাট্রিক এ সকল বিষয়ের উপর আলোকপাত করেন। তিনি ‘মট্স পরিবার দিবস’ আয়োজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভবিষ্যতেও এ আয়োজন চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন।

প্রায় ১৭৫টি পরিবারের ৩৫৯ জন সদস্যের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ‘পরিবারের সহভাগিতায় মিলন ও শান্তি’ মূলসুরকে সামনে রেখে শনিবার (১০/০২/২০১৮) মট্স ও সিটিএসপি পরিবারের সদস্যরা ষষ্ঠবারের মতো পালন করেছে ‘পরিবার দিবস ২০১৮’। উদ্বোধনী অনুষ্ঠান, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারিসহ দুপুরে আহারের আয়োজনে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে দিনটি।

পরিবার দিবসকে সামনে রঙ বেরঙ্গের বেলুন, ফেস্টুন, পোস্টার, কার্টুন চরিত্রের প্রতিকৃত নিয়ে মট্স প্রাঙ্গন হয়ে উঠেছিল বর্নিল। সকালে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে পরিবারের সদস্যদের বরণ করে নেয়া হয়। সার্বজনীন প্রার্থনার মাধ্যমে শুরু হওয়া প্রথম পর্বের পরিবার দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মার্টিন রোনাল্ড প্রামানিক সকলকে পরিবার দিবসে স্বাগত জানান।

মট্স পরিচালক আখিলা ডি’রোজারিও পরিবারের সদস্যদের নিয়ে মট্স প্রাঙ্গনে বাধাহীন আনন্দে সময় কাটানোর আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে শ্রদ্ধেয় ফাদার প্যাট্রিক শিমন গমেজ পরিবারের প্রয়োজনীয়তা এবং সুন্দর পরিবার গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর উপর আলোকপাত করেন। এরপর পরিবার দিবস ২০১৮ এর যুগ্মআহ্বায়ক উজ্জল থিওটিনিয়াস কোড়াইয়া সমাপনী বক্তব্যে সকলকে ফাদারের কথা অনুসারে চলার আহ্বান জানান এবং সকলের সুন্দর দিন কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রথম পর্বের শেষে বেলুন ও পপার ফুটিয়ে, মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে পরিবার দিবসের প্রতীক হিসেবে প্রধান অতিথি এবং মট্স পরিচালক মট্স প্রাঙ্গনে দুটো বৃক্ষের চারা রোপন করেন। শেষে নাচ-গান আর লটারির জমজমাট সময় কাটিয়ে বিকেল সাড়ে ৫টায় এই মিলনমেলার সমাপ্তি ঘটে।

আরপি/আরআর/১৫ফেবব্রুয়ারি২০১৮