ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কলারোয়ায় শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা

কলারোয়ায় শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা

0
268

সোনার বাংলার জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ দেশপ্রেমের সুর! জাতীয় সঙ্গীত শুদ্ধভাবে পরিবেশন করাও দেশপ্রেমের একটি অংশ।

এরই ধারায় সাতক্ষীরা কলারোয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় আয়োজন করা হয় শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি আয়োজন করে কলারোয়া উপজেলা প্রশাসন। প্রতিযোগিতায় অংশ নেয় কলারোয় উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও কলেজের ছেলে মেয়েরা। উদ্দেশ্য হলো, ছেলে-মেয়েরা যেন ছোটবেলা থেকেই শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত চর্চার মাধ্যমে দেশপ্রেমে বলীয়ান হতে পারে।

প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা নির্বাহী কর্মকতা জনাব উত্তম কুমার রায় ও সাতক্ষীরা শিল্পকলা একাডেমির শিল্পিরাসহ শিক্ষকরা।

এ সময় বিভিন্ন স্কুলের-কলেজের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কলারোয়া সরকারি কলেজ।

এ সময় উপজেলা চেয়াম্যান জনাব ফিরোজ আহমেদ স্বপন বলেন, ‘ছোট বেলায় আমরা যখন স্কুলে যেতাম তখন স্কুল শুরু হওয়ার পূর্বে আমরা জোরে জোরে জাতীয় সঙ্গীত গাইতাম। এখন আর এগুলো হয় না। এখন স্কুলে মাইক বাঁজে, এগুলো আমাদের পরিহার করতে হবে। ছেলে-মেয়েদের শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাইতে শেখাতে হবে।’

আরবি/আরপি/১৯ ফেব্রুয়ারি, ২০১৮