ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নটর ডেম বিশ্ববিদ্যালয়ের বর্ণিল আয়োজন

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নটর ডেম বিশ্ববিদ্যালয়ের বর্ণিল আয়োজন

0
1170

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

১৭ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৮টায় নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র মাঠ প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

জাতীয় সঙ্গীত পরিবেশন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় প্রতিযোগিতা। এ দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি সিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিপাইনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) জন গমেজ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকম-লী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতার শুরুতেই মশাল হাতে (মশাল দৌঁড়) মাঠ প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুশীল সরেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকিমুর রহমান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শপথবাক্য পাঠ করান। এরপর প্রধান অতিথি এবং সভাপতি কবুতর ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ায় অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তাঁর স্বাগত বক্তব্যে ঐতিহ্যবাহী নটর ডেম বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষাদান ও নৈতিক মূল্যবোধ গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য দক্ষ, সৃজনশীল ওযোগ্য মানব সম্পদ তৈরী করছে বলে অভিমত ব্যক্ত করেন। খেলাধুলা সম্পর্কে পোপ ফ্রান্সিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘Sport is a human activity of great value, able to enrich people’s lives; it is enjoyed by men and women of every nation, ethnic group and religious belonging.’ দক্ষিণ কোরিয়ায় চলমান শীতকালীন অলিম্পিক আয়োজনে উত্তর কোরিয়ার অংশগ্রহণের মাধ্যমে দু’দেশের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ স্থাপনের উজ্জ্বল দৃষ্টান্তের কথা তিনি তুলে ধরেন।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩৫ টি ইভেন্টসে ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে সিএসই বিভাগকে হারিয়ে বিবিএ বিভাগ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাসপূর্ণ এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, বই, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। ছেলেদের মধ্যে অর্ণব সাংমা ও মেয়েদের মধ্যে আলেয়া খাতুন রিফা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। এতে মোট ২০ জন ভাগ্যবানকে পুরস্কৃত করা হয়।

সবশেষে বিশ্ববিদ্যালয়-এর রেজিস্ট্রার ফাদার আদম এস. পেরেরা সিএসসি ধন্যবাদ বক্তব্যে বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক অবসাদ দূর করতে সহায়তা করে। ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ফাদার পাস্কাল সরকার সিএসসির সমন্বয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে পরিচালিত হয়। এছাড়া প্রধান অতিথি, শিক্ষকম-লী, স্টাফদের জন্যও খেলাধুলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আকর্ষণীয় ও আনন্দদায়ক দিক ছিল ‘যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা’।

আরবি/আরপি/১৯ ফেব্রুয়ারি, ২০১৭