ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ Let Us Start Giving কৌশলগত পরিকল্পনা কর্মশালা

Let Us Start Giving কৌশলগত পরিকল্পনা কর্মশালা

0
578

২৭-২৯ অক্টোবর, ২০১৬ “মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড” এর আয়োজনে ১ম বারের মতো ৩ দিনব্যাপী ১ম কৌশলগত পরিকল্পনা কর্মশালা-২০১৬ কুচিলাবাড়ীর নবজ্যোতি নিকেতনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর উপদেষ্টা, নের্তৃবৃন্দ, কর্মী, কেএসবি’র কর্মী, মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নেতৃৃবৃন্দ ও কর্মী, মঠবাড়ী ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমিতি’র নের্তৃবৃন্দ, মঠবাড়ী খ্রীষ্টান যুব সমিতির নের্তৃবৃন্দ, মঠবাড়ী খ্রীষ্টান ছাত্র সংগঠন, ঢাকার নের্তৃবৃন্দসহ সর্বমোট ৪৮ জন অংশগ্রহণ করেন।

01কৌশলগত পরিকল্পনা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমবায় কার্যালয়ের মাননীয় উপসহকারী নিবন্ধক জনাব সাদেকুর রহমান সরকার। সমিতির সম্মানিত জয়েন্ট সেক্রেটারি স্ট্যানিসলাস সোহেল রোজারিও’র সঞ্চালনায় কর্মশালায় কৌশলগত পরিকল্পনা ২০১৬ এর প্রয়োজনীয়তা, সমিতির সার্বিক চিত্র, এক নজরে সমিতির অর্থনৈতিক চিত্র, কেএসবি সমবায় বাজারের সার্বিক চিত্র, সমবায় সমিতির সার্বিক বিষয়, খেলাপি ঋণ ও তা আদায় প্রসঙ্গে, লক্ষ্য নির্ধারণ ও অর্জন দলীয় আলোচনা, সমিতির সদস্য সংখ্যা বৃদ্ধি, সমিতির প্রকল্প সমূহ, লক্ষ্য নির্ধারন দলীয় আলোচনা, বিনিয়োগ পরিকল্পনা ২০১৬-২০১৯ চূড়ান্তকরণ ইত্যাদি বিষয় নিয়ে গাজীপুর জেলা সমবায় কার্যালয়ের মাননীয় উপসহকারী নিবন্ধক জনাব সাদেকুর রহমান সরকার, সমিতির চেয়ারম্যান রবাট পঙ্কজ গমেজ, ভাইস-চেয়ারম্যান ডেবিড রোজারিও, জেনারেল সেক্রেটারি সুরেন রিচার্ড গমেজ, জয়েন্ট সেক্রেটারি স্ট্যানিসলাস সোহেল রোজারিও, ট্রেজারার নন্দন আগষ্টিন ক্রুশ, প্রধান নির্বাহী নরিন ম্যাগডেলিন কস্তা, ডিরেক্টর রিচার্ড ফ্রান্সিস রোজারিও, ডিরেক্টর পেট্রিক রোজারিও এবং কেএসবি ম্যানেজার প্রণব এডুয়ার্ড গমেজ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন এবং আলোচনায় সকলে অংশগ্রহণ করেন।

২০১২ খ্রীষ্টাব্দের ১ জুন থেকে পরিবর্তনের লক্ষ্য নিয়ে মূলমন্ত্র হিসেবে “আমাদের অর্থ আমরা করব ব্যবহার: হবে সোনালী সমৃদ্ধ ভবিষ্যতের হাতিয়ার” মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠা লাভ করে।

আরবি/আরপি/ ৭ নভেম্বর, ২০১৬