শিরোনাম :
ফৈলজানা ক্রেডিট ইউনিয়নের পরিচালনা পর্ষদ নির্বাচন
১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় ফৈলজানা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের পরিচালনা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ফাদার এপোলো লের্নাড রোজারিও সিএসসি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবস্হাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন- গগন রোজারি, ভাইস-চেয়ারম্যান- চিত্ত ক্রুশ, সেক্রেটারি- শিল্পী এম কস্তা, কোষাধ্যক্ষ- ম্যানুয়েল কোড়াইয়া। এছাড়া দিপালী গমেজ, কাকলী পালমা, আন্তনী গমেজ, জুয়েল রিবেরু ও তিমন বৈদ্য সদস্য নির্বাচিত হন।
এর আগে ১৫ জানুয়ারি সমিতির সদস্য ও প্রাত্তন পরিচালনা পরিষদের আলোচনা ও সিদ্ধান্তে ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়।
নির্বাচনে দলীয় কোন্দল ও রেষারেষি মনোভাব পরিহার করে নব গঠিত এ কমিটি নিয়ে সন্তোষ প্রকাশ করেন সমিতির সদস্য ও সর্বসাধারণ। একতা ও সহযোগীতার মাধ্যমে সমিতির উন্নয়নে কাজ করবে নবনির্বাচিত এ কমিটি এমন প্রত্যাশা ব্যক্ত করেন ফৈলজানার খ্রীষ্টবিশ্বাসী সদসগণ।
ফৈলজানা ক্রেডিট ইউনিয়ন নির্বাচন প্রসঙ্গে ফৈলজানা কদমতলীর প্রনব পেরেরা ডিসিনিউজকে বলেন, ‘নির্বাচনে ক্রেডিট ইউনিয়নে দলাদলি তৈরি হয় ।এতে সম্পর্ক নষ্ট হয় ।কিন্তু এ নির্বাচনের মাধ্যমে সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।ফৈলজানা ক্রেডিট পাশ্ববর্তী ক্রেডিট সমূহের কাছে দৃষ্টান্ত হয়েছ থাকবে ।’
ফৈলজানা ক্রেডিট ইউনিয়নের উপদেষ্টা ফাদার এপোলো লের্নাড রোজারিও বলেন, ‘একতা ও সম্প্রীতিতে খ্রিস্টীয় মূল্যবোধের মাধ্যমে ফৈলজানার ভক্তজনগণ এ নির্বাচন প্রক্রিয়া গ্রহণ করেছে ।বাংলাদেশে আমরা সংখ্যালঘু হিসেবে একতা ও সম্প্রীতির মধ্যে দিয়ে এগিয়ে যেতে চাই।’
তিনি আরো বলেন, ‘ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং যে মূল্যবোধ নিয়ে ক্রেডিট ইউনিয়ন গঠন করেছিলেন সেই মূল্যবোধ যেন জাগ্রত থাকে।নির্বাচনের কুপ্রভাব যেন ক্রেডিট ইউনিয়নে ক্ষতির সম্মুখীন না করে।’
উল্লেখ্য, ফৈলজানা ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা মৃত রাফায়েল কস্তার উদ্যোগে ১৯৮৬ সালে জাতীয় প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করেন।৯১৬ সদস্যের এ সমিতির মূলধন ৪ কোটি ২৩ লক্ষ টাকা।
আরবি/আরপি/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৮