শিরোনাম :
জমকালো আয়োজনে পালন করা হল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সিএসই ফেস্ট
১৮-১৯ ফেব্রুয়ারি (রবিবার) এশিয়া ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজন করা হয় সিএসই ফেস্ট। সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত বর্ণিল আয়োজনে চলে এই অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুয়েট এরসিএসই ডিপার্টমেন্ট’র প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী, ট্রেজারার একেএম আশরাফুল হক, রেজিস্টার আব্দুল কাশেম মোল্লা, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং’র ডীন প্রফেসর এসকে মো. হাসানুজ্জামান, সিএসই ডিপার্টমেন্ট’র প্রধান মো. এরশাদুল হক চৌধুরী এবং ফেস্ট’র ¯পন্সর কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেড এর নির্বাহী পরিচালক খন্দকার মোয়াল্লেম আব্দুল মালেক।
প্রফেসর ড. কায়কোবাদ অনুষ্ঠানে বলেন, ‘আমি এই অনুষ্ঠানের আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আর তাদেরকেও অভিনন্দন যারা এই ফেস্টে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা এত অল্প রিসোর্স থাকার পরও যেভাবে আইসিটিতে এগিয়ে যাচ্ছে, তা সত্যি খুব প্রশংসার দাবীদার।’
প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী বলেন, ‘আমি খুবই আনন্দিত এমন একটি আয়োজন দেখে। তোমাদের প্রজেক্টগুলো আমি দেখেছি, তোমারা যদি এই প্রজেক্টগুলো বা তোমাদের আইডিয়াগুলো বিক্রি করতে পারো, তাহলে তোমরা এক একজন উদ্যোক্তা হতে পারবে।’
ফেস্টের প্রধান আকর্ষণ ছিল সিএসসি ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীদের নিজেদের উদ্ভাবিত সফটওয়্যার ও হার্ডওয়্যার ভিত্তিক প্রজেক্ট প্রদর্শন, প্রোগ্রামিং কন্টেস্ট ও আইটি অলি¤িপয়াড। এই আইটি অলি¤িপয়াডে অংশগ্রহণ করে বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ক¤িপউটার ক্লাবের প্রেসিডেন্ট হাসিবুল হাসানের তৈরি করা রোবট ‘হ্যাশ’ ছিল ফেস্টের একটি বাড়তি আকর্ষণ।
ফেস্টের জমকালো আয়োজনের দ্বিতীয় দিনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের সার্টিফিকেট ও মেডেল পরিয়ে দেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্টার, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর ডীন এবং সিএসই ডিপার্টমেন্ট’র প্রধান।
আরবি/আরপি/২০ ফেব্রুয়ারি, ২০১৮