শিরোনাম :
নানা আয়োজনে ৩৩তম জাতীয় যুব দিবস পালন : নাগরী
‘যুব শ্রেণি, বিশ্বাস ও আহ্বান নির্ণয়’ মূলসুরে ২১-২৪ ফেব্রুয়ারি (বুধবার-শনিবার) সাধু নিকোলাসের ধর্মপল্লী, নাগরী, গাজীপুরে পালিত হয় ৩৩তম জাতীয় যুব দিবস-২০১৮। ৮ টি ধর্মপ্রদেশ থেকে আসা প্রায় ৪৫০ জন যুবক-যুবতীদের নিয়ে খ্রিষ্টযাগের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান।
খ্রিষ্টযাগ পৌরোহিত্য করেন ঢাকা সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। আরো উপস্থিত ছিলেন বিশপ সুব্রত লরেন্স হাওলাদার সিএসসি, নাগরী ধর্মপল্লীর পাল-পুরহিত জয়ন্ত গমেজসহ আরো অনেক ফাদার, ব্রাদার ও সিষ্টার।
২২ ফেব্রুয়ারি বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে শোভাযাত্রা শুরু হয়। এসময় তারা প্ল্যাকার্ড ও শ্লোগানের মধ্য দিয়ে যিশুর বাণী ছড়িয়ে দেয় প্রতিটি ঘরে ঘরে। এরপর বেলুন উড়ানোর মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করেন বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। এ সময় পতাকা উত্তোলন করেন যুব কমিশনের চেয়ারম্যান বিশপ সুব্রত ও ব্রাদার উজ্জ্বল প্লাসিড পেরেরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান। এসময় যুব দিবস উপলক্ষে প্রকাশিত হয় ম্যাগাজিন “যুব দৃষ্টি।”
২৩ ফেব্রুয়ারি সকালে খ্রিষ্টযাগ এবং ক্রুশের পথ অনুষ্ঠিত হয়। এরপর যুব দিবসের মূলসুর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বক্তব্য রাখেন ব্রাদার উজ্জ্বল প্লাসিড পেরেরা, ডাক্তার এডুত্তয়ার্ড পল্লব রোজারিও, ফাদার জয়ন্ত গমেজ, ফাদার প্যাট্রিক শিমন গমেজ ও ফাদার জর্জ পুনুদাথ এসজে।
এরপর যুবক-যুবতীরা See-Judge-Act পদ্ধতি অবলম্বন করে ১৩টি দলে বিভিন্ন গ্রামে এক্সপোজার করে। সবশেষে তারা কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওকে ফুল ও কীর্তনের মাধ্যমে বরণ করে নেয়।
এসময় কার্ডিনাল বলেন, “আমি তোমাদের মাঝে আসতে পেরে খুবই আনন্দিত। আমি তোমাদের এই বিশ্বাসের প্রতীক বেলুন দিয়ে তৈরি রোজারি মালা আকাশে উড়িয়ে দিচ্ছি।”
এ সময় কার্ডিনাল বেলুন দিয়ে তৈরি রোজারিমালা খোলা আকাশে উন্মুক্ত করে দেন।
আরবি.আরপি.২৫ ফেব্রুয়ারি, ২০১৮