ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কুলাউড়ায় মিশনারী অব চ্যারিটি সিষ্টারকে কুপিয়ে ছিনতাই

কুলাউড়ায় মিশনারী অব চ্যারিটি সিষ্টারকে কুপিয়ে ছিনতাই

0
696

কুলাউড়া উপজেলার গাজীপুর-কুলাউড়া সড়কে মিশনারী অব চ্যারিটি সস্প্রদায়ের সিষ্টার ছিনতাইকারীর কবলে পড়ে আহত হন।

সোমবার (২৬,ফেব্রুয়ারি) মিশনারি অব চ্যারিটির সিস্টার এম. মেডলিন এমসিকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে একলক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। কুলাউড়া-গাজীপুর সড়কের রাজাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

সিলেট ধর্মপ্রদেশ, লক্ষিপুর ধর্মপল্লীতে কর্মরত সিষ্টার মেডলিন ও অন্য এক সিষ্টার কুলাউড়া শাখার সোনালী ব্যাংক থেকে একলক্ষ টাকা তুলে দক্ষিন বাজার সিএনজি স্ট্যান্ড থেকে গাজীপুর যাচ্ছিলেন। কুলাউড়া-গাজীপুর সড়কের রাজাপুর এলাকায় দু’টি মোটরসাইকেল তাদের সিএনজি অটোরিকশার গতিরোধ করে সিষ্টার মেডলিনের হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

হাতে ছুরিকাঘাত করায় সিস্টারের হাতের রগ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়।এমতাবস্থায় সিস্টারকে সিলেট এর ওয়েসিস হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সাগর লুইস রোজারিও ওএমআই ও লক্ষ্মীপুর থানার ওসি মো. শামীম মুসা ঘটনাস্থলে যান।

অপর দিকে ঘটনার খবর শুনে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এই ঘৃণ্য কাজের জন্য নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়া দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানান।

তারা বলেন, ‘মাদার তেরেজার সিষ্টারদের দেখলেই বোঝা যায়, তারা হতদরিদ্র মানুষের সেবা করেন। যারা বুঝেও এই ঘৃণ্য কাজ করেছে, তাদের অনতীবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া উচিত। দিনের পর দিন এভাবে সংখ্যলঘু নির্যাতন চলতে থাকলে ফল কখনো ভাল হবে না। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করি।’

আরবি.এইচআর. ২৭ ফেব্রুয়ারি, ২০১৮