শিরোনাম :
ইজিবাইক ও ব্যাটারী চালিত রিকশার সমাহার শ্রীমঙ্গলে
মৌলভীবাজারের ব্যস্ততম শ্রীমঙ্গল শহরের ও এলাকার অলি-গলিতে অবাধে চলছে ব্যাটারী চালিত ইজিবাইক বা রিকশা।
প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও চোখের সামনেই এগুলো চলাচল করছে বিশৃঙ্খলভাবে। এর ফলে শহরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। নিষিদ্ধ এ যানবাহনের বিরুদ্ধে আগে থেকেই আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় শহরে এর সংখ্যা বেড়েই চলেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিটি ইজিবাইক থেকে প্রতিদিন ২০/৩০ টাকা করে চাদাঁ আদায় হয়। এ ক্ষেত্রে কাজ করে সমিতির নাম ভাঙিয়ে কয়েকটি স্থানীয় চক্র।
শ্রীমঙ্গল সরকারী কলেজ সড়ক, মৌলভীবাজার সড়ক, ভানুগাছ সড়ক, কালীঘাট সড়ক ও হবিগঞ্জ সড়কে ইজিবাইক চলে এবং এগুলো খুবই বেপরোয়া।
কলেজ সড়কের আশেপাশে বেশ কয়েকটি স্কুল থাকায় ইজিবাইকগুলো ছাত্র-ছাত্রীদের কাছে ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
হাই কোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্বেও কোনো কোনো কর্তৃপক্ষ সেসব যান চলাচলের লাইসেন্স দেয়, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
এদিকে বিদ্যুৎ বিভাগের একাধিক সূত্রে জানা গেছে, অবৈধ ইজিবাইক ও অটোরিকশার চার্জ দেওয়ার নামে প্রতিদিন শ্রীমঙ্গলে প্রচুর বিদ্যুতের অপচয় হচ্ছে।
আরবি.আরপি.২৮ ফেব্রুয়ারি, ২০১৮