ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নাগরীতে বিজ্ঞান-ভূগোল-কম্পিউটার-কৃষি-গার্হস্থ্য-চিত্রমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা

নাগরীতে বিজ্ঞান-ভূগোল-কম্পিউটার-কৃষি-গার্হস্থ্য-চিত্রমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা

0
1012

গাজীপুর জেলার নাগরীতে সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় বিজ্ঞান-ভূগোল-কম্পিউটার-কৃষি-গার্হস্থ্য-চিত্রমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮।

সোমাবার (২৭ ফেব্রুয়ারি), জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মো. মুশফিকুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি এবং নাগরী ধর্মপল্লীর পাল-পুরহিত জয়ন্ত এস. গমেজ।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা এসি ল্যান্ড অফিসার জনাব মো. সোহান রহমান।
চারদিন ব্যাপী এই প্রতিযোগিতা ২ মার্চ পর্যন্ত চলবে।

প্রতিযোগিতার ১ম ও ২য় দিন অনুষ্ঠিত হয় বিজ্ঞান-ভূগোল-ক¤িপউটার-কৃষি-গার্হস্থ্য-চিত্র মেলা। গাজীপুর জেলার প্রায় ৩০/৩৫ টি স্কুল এতে অংশগ্রহণ করে। মেলায়

বিজ্ঞান-ভূগোল-ক¤িপউটার-কৃষি-গার্হস্থ্য মিলিয়ে সর্বমোট ৯২ টি স্টল বসানো হয়, যেখানে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিষয়ে তাদের সৃষ্টিশীল প্রজেক্ট প্রদর্শন করে।
উদ্বোধনী দিনে প্রজেক্টগুলো ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

প্রতিযোগিতার মেলায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা উপ-পরিদর্শক জনাব মো. আব্দুল মতিন খাঁন, প্রাণ গ্রুপের ডিরেক্টর জনাব এলিয়াস মৃধা, সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন সিএসসি, স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার চন্দন বেনেডিক্ট গমেজ সিএসসি, পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিষ্টার কিরণ এসএমআরএসহ পূবাইল আদর্শ কলেজের অধ্যাপকবৃন্দ।

২ দিনে ‘ব্রাদার টমাস মোর সিএসসি স্মৃতি বাস্কেটবল টুর্ণামেন্ট-২০১৮’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের ৩য় ও শেষ দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। নাচ, গান, গল্প বলা, অভিনয়, ইংরেজিতে নির্ধারিত বক্তৃতা, যন্ত্র সঙ্গীত, সাধারণ জ্ঞান, গণিত কুইজ, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা ক্যাটাগরিতে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবে।

শেষ দিন বিকেল ৪টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুলের কৃতি ছাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব মো. হাফিজুর রহমান, নাগরী ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল কাদের মিয়াসহ অনেকে।

আরবি. আরপি. ১ মার্চ, ২০১৮