ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির বার্ষিক সাধারণ সভা

ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির বার্ষিক সাধারণ সভা

0
444

ঢাকা ক্রেডিটের কর্মীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির ২৪তম বার্ষিক সাধারণ সভা।

শনিবার (৩রা মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকা ক্রেডিট বিকে গুড কন্সফারেন্স হলে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি ডমিনিক কাজল কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ডিরেক্টর পিটার গোমেজ, পাপিয়া ডি’ক্রুজ, আলবার্ট আশিষ বিশ্বাস, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন আই. রোজারিও, সুপারভাইজরি কমিটির সদস্য লরেন্স মানিক রোজারিও, স্টেলা হাজরা, অবিনাশ নকরেক, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিন্টু খৃষ্টফার গমেজসহ আরো অনেকে।

স্বাগত বক্তব্যে সভাপতি ডমিনিক কাজল বিগত বছরের ওয়েলফেয়ারের অর্জনসমূহ তুলে ধরেন। এ সময় তিনি ওয়েলফেয়ারের হিসাব-নিকাশ এবং কার্যক্রমের জন্য ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টের কাছে একটি কক্ষের আবেদন করেন।

প্রধান অতিথি প্রেসিডেন্ট গমেজ ওয়েলফেয়ারের সকলকে অভিনন্দন জানান। তিনি সমিতির সদস্য সংখ্যা বাড়ানোর বিষয়ে বলেন, আপনাদের সমিতিতে নতুন সদস্য বৃদ্ধি করতে হবে, তা না হলে মূলধন বৃদ্ধি পাবেনা।

তিনি এ সময় ঢাকা এমপ্লয়ীজ ওয়েল ফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির জন্য একটি কক্ষের বরাদ্দ দেওয়ার বিষয়ে সিও লিন্টু খৃষ্টার গমেজের সাথে পরিচালনা পর্ষদকে যোগাযোগ করতে বলেন। এ ছাড়াও পূর্ব অঙ্গিকারানুসারে একটি কম্পিউটার প্রদান করার বিষয়েও সিওকে অবগত করেন।

বিশেষ অতিথি শীরেন সিলভেষ্টার গমেজ বলেন, ‘আপনাদেরকে স্বাগত জানাই আজকের দিনে। আপনাদের দ্রুত উন্নতি হচ্ছে এবং আপনারা যদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেন, তাহলে আপনাদের লক্ষে পৌঁছাতে সক্ষম হবেন।’

বিশেষ অতিথি পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘আপনাদের সঞ্চয়ের পাশাপাশি আপনারা হাউজিং এর উপর একটু গুরুত্ব দিবেন। কারণ আপনারা যদি এখন এক খন্ড জমি ক্রয় করে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনারা আরো বেশি লাভবান হবেন।’

বার্ষিক সভা পরিচালনায় দায়িত্বে ছিলেন এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির সেক্রেটারি হিল্লোল কস্তা।

এ দিন ঢাকা ক্রেডিটের ১০ জন নতুন সংসার জীবনে প্রবেশের জন্য তাদের শুভেচ্ছা উপহারসহ অভিনন্দন জানান অতিথি এবং কর্মীরা।

জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, প্রার্থনা, বক্তব্য, বিভিন্ন প্রতিবেদন পেশ, প্রস্তাবনা এবং সিদ্ধান্তর মাধ্যমে বার্ষিক সাধারণ সভা চলে।
সভা শেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অারবি.আরপি. ৩ মার্চ, ২০১৮