শিরোনাম :
নাগরীতে বিজ্ঞান-ভূগোল-কম্পিউটার-কৃষি-গার্হস্থ্য-চিত্রমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
জমকালো আয়োজনের মাধ্যমে শেষ হলো বিজ্ঞান-ভূগোল-ক¤িপউটার-কৃষি-গার্হস্থ্য-চিত্রমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
২ র্মাচ (শুক্রবার) গাজীপুর জেলার নাগরীতে সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ৪ দিন ব্যাপী (২৭ ফেব্রুয়ারি-২ মার্চ) এই অনুষ্ঠানের ৪র্থ ও শেষ দিনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকি এমপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি এবং নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস. গমেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের কৃতি ছাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব মো. হাফিজুর রহমান, নাগরী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ এ. গমেজ, নাগরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডঃ সিরাজ মোড়ল, উক্ত ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ স¤পাদক রেজাউল করিম শিকদার, কালীগঞ্জ থানা যুবলীগের সাধারণ স¤পাদক কাজী হারুনুর রশিদ। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার চন্দন বেনেডিক্ট গমেজ সিএসসি ।
প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকি এমপি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে শিশু ও যুবদের সংখ্যা বেশি। আর তাই এই যুব-শিশুরাই আমাদের দেশের সবচেয়ে বড় মানব স¤পদ, যা বাংলাদেশকে ডিজিটেল দেশে রূপান্তরিত করবে। বাংলাদেশে ৮৯২ টি উপজেলা আছে, তার মধ্যে ৪ টি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে কালীগঞ্জ উপজেলা একটি।” তিনি আরও বলেন ডিজিটেল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, ডিজিটেল বাংলাদেশ এখন বাস্তব। এসময় তিনি অংশগ্রহণকারী সকলের শুভকামনা করেন এবং তাদের সৃষ্টিশীল কাজের প্রশংসা করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোঃ হাফিজুর রহমান বলেন, “একজন মানুষের সবচেয়ে বড় বন্ধু হল পড়াশোনা বা শিক্ষা, যা তাকে মৃত্যুর আগে পর্যন্ত সহযোগিতা করবে, যাকে কেউ ছিনিয়ে নিতে পারে না। তাই সবাইকে অবশ্যই পড়াশোনায় আরও মনযোগী হতে হবে, যেন তোমরা সোনার বাংলায় সোনার মানুষ হয়ে উঠতে পারো।”
এর পর প্রায় ৪০ টি ক্যাটাগরিতে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ প্রতিযোগীদের মাঝে পুরষ্কার তুলে দেন।
এ সময় প্রধান অতিথি জনাব মেহের আফরোজ চুমকি এমপি এই স্কুলকে কলেজে উন্নীত করার আশ্বাস দেন।
প্রতিযোগিতায় অভিনয় বিভাগে প্রথম স্থান অর্জন করা তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইয়াসিন ভুঁইয়া ডিসি নিউজকে বলেন, “এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। এখানে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছে, যা তাদের মেধা ও মননশীলতার বৃদ্ধি ঘটাবে।”
উক্ত অনুষ্ঠানের সভাপতি নাগরী ধর্মপল্লীর পালা-পুরোহিত জয়ন্ত এস. গমেজ আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ এবং উক্ত অনুষ্ঠানের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরবি.আরপি. ৩ মার্চ, ২০১৮