শিরোনাম :
প্রখ্যাত লেখক ও গবেষক ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. জাফর ইকবালকে মাথায় ছুরিকাঘাত করেছে এক যুবক।
জানা গেছে, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে বহিরাগত এক যুবক তাকে মাথায় ছুরিকাঘাত করে। সেইসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুবককে পিটিয়ে আটক করে।
ড.জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল ও কলেজ হাসপাতাল নেয়া হয়। তবে তিনি শংকামুক্ত।
এদিকে ছুরিকাঘাতকৃত যুবকটি প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।যুবকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, তবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কিনা তদন্ত করা হচ্ছে।
আরবি.আরপি. ৩ মার্চ, ২০১৮