শিরোনাম :
ক্রেডিট সিলিং (সি.সি.) ঋণের সিলিং বর্ধিতকরণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মীবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত সমিতির ১৪তম বোর্ড সভায় সমিতির ক্রেডিট সিলিং (সি.সি.) ঋণের সিলিং ২ কোটি টাকা থেকে বর্ধিত করে ৩ কোটি টাকা করা হয়েছে যা ১লা মার্চ, ২০১৮ খ্রিষ্টাব্দ থেকে কার্যকর করা হবে। এখানে উল্লেখ্য যে, ১লা মার্চ, ২০১৮ খ্রিষ্টাব্দ থেকে ক্রেডিট সিলিং (সি.সি.) ঋণ ও সাধারণ ক্রেডিট সিলিং (সি.সি.) ঋণের মাসিক সুদের সাথে মোট ঋণের .৫% হারে মাসিক কিস্তি প্রদান করতে হবে যা ত্রৈমাসিক হারেও প্রদান করা যাবে।
উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
বাবু মার্কুজ গমেজ পংকজ গিলবার্ট কস্তা
প্রেসিডেন্ট সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা। দি সিসিসিইউ লিঃ, ঢাকা।