শিরোনাম :
কম্পিটেন্সী বেইজড জেনারেল ঋণ ও ইমার্জেন্সি (মা ও শিশু চিকিৎসা) ঋণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মীবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত সমিতির ১৪তম বোর্ড সভায় সমিতির সম্মানিত সদস্য-সদস্যাদের সুবিধার্থে কম্পিটেন্সী বেইজড জেনারেল ঋণ ও ইমার্জেন্সি ( মা ও শিশু চিকিৎসা) ঋণ চালু করার সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয় যা ১লা মার্চ ২০১৮ খ্রিষ্টাব্দ হতে কার্যকর করা হবে। বিস্তারিত প্রধান কার্যালয়ের এমআইএস ডিপার্টমেন্ট বা সেবা কেন্দ্রসমূহ থেকে জানা যাবে।
উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
বাবু মার্কুজ গমেজ পংকজ গিলবার্ট কস্তা
প্রেসিডেন্ট সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা। দি সিসিসিইউ লিঃ, ঢাকা