শিরোনাম :
শহীদ বুদ্ধিজীবী কবরস্থান প্রিয়ভাষিণীর শেষ ঠিকানা
মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম ড. এমদাদ উল্যাহ।
এর আগে সকাল পৌনে ১১টায় লাশ শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত হয়ে এই মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টা ১০ মিনিটে তাকে গার্ড অফ অনার দেওয়া শুরু হয়। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সেখানে তার প্রতি নাগরিক শ্রদ্ধা জানানো হয়।
তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
ফেরদৌসী প্রিয়ভাষিণী গত মঙ্গলবার বেলা পৌনে ১টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আরবি.আরপি. ৮ মার্চ, ২০১৮