শিরোনাম :
তারাদের মেলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, দেশীয় সংস্কৃতি অন্তরে ধারণ, লালন ও চর্চার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে আরও উৎসাহিত করার লক্ষ্যে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে ‘নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কালচারাল ক্লাব’।
৯ নভেম্বর, ২০১৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা সাড়ে ছয়টায় নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর নিজস্ব ক্যাম্পাসে ক্লাবের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটর ডেম কলেজের প্রাক্তন ছাত্র ও জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি, রেজিস্ট্রার ফাদার আদম এস, পেরেরা, সিএসসি, বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করার জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করেন। রেজিস্ট্রার ফাদার আদম এস, পেরেরা, সিএসসি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের সাথে পরিচিত করে গড়ে তুলতে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কালচারাল ক্লাবের নতুন যাত্রা শুরু হলো।
প্রধান অতিথির বক্তব্যে বাপ্পা মজুমদার তাঁর কলেজ জীবনের বিভিন্ন স্মৃতি রোমান্থন করে বলেন, নটর ডেমের তারাদের মেলায় (শিক্ষার্থীদের) আসতে পেরে আমি গর্বিত। অন্তর্নিহিত গুণাবলি বিকাশের ক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রমের কোন বিকল্প নেই। সহশিক্ষা কার্যক্রম চর্চার ক্ষেত্রে ‘নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কালচারাল ক্লাব’ অনবদ্য ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
‘নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কালচারাল ক্লাব’-এর মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার এসকে রিজওয়ান শিহাব এবং সহকারি মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন আইন বিভাগের এ্যাসিস্টেন্ট প্রফেসর তাসনুভা শারমিন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কালচারাল ক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আরবি/আরপি/আরএসআর
৯ নভেম্বর, ২০১৬