শিরোনাম :
‘টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু তহবিলে স্বচ্ছতা, জবাবদিহীতা, নাগরিক অংশগ্রহণ ও শুদ্ধাচার’ শীর্ষক মতবিনিময় সভা
‘টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু তহবিলে স্বচ্ছতা, জবাবদিহীতা, নাগরিক অংশগ্রহণ ও শুদ্ধাচার’ শীর্ষক সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
১৩ মার্চ, সকাল ১১টায় মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও জলবায়ু অর্থায়নে কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব বিবেচনায় সম্পৃক্ত অংশীজনের অংশগ্রহণে এ মতবিনিময় সভা করা হয়।
সভা’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ^াস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব মো: ছরোয়ার আলম খান আবু এবং বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি ও মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।
সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম।
টিআইবি’র সিএফজি ইউনিটের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম. জাকির হোসেন খান ‘টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু তহবিলে স্বচ্ছতা, জবাবদিহিতা, নাগরিক অংশগ্রহণ ও শুদ্ধাচার’ শীর্ষক কার্যপত্র উপস্থাপন করেন।
তিনি এসময় উপস্থাপনায় বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ এলাকা ও সম্ভাব্য প্রভাব, বিপদাপন্নতা মোকাবেলায় বাংলাদেশ সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু’র অর্থায়ন, অভিযোজন তহবিলের ঘাটতি, প্যারিস চুক্তিতে জলবায়ু অভিযোজনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ অঞ্চলে তহবিল বরাদ্দের ঘাটতি, জলবায়ু তহবিলের সুশাসনের ঘাটতির কারণ ও এর ফলাফল নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে এ সময় বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিগণ জলবায়ু অর্থায়নে সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
সনাক, মধুপুর ও টিআইবি’র পক্ষ থেকে এসময় জলবায়ু অর্থায়নে সুশাসন ইস্যুতে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়।
আরবি.আরপি. ১৩ ফেব্রুয়ারি, ২০১৮