শিরোনাম :
এজিএমের দ্বিতীয় পর্বে বক্তারা
আনুষ্ঠানিক উদ্বোধনের পর এজিএমের দ্বিতীয় পর্বের অন্ষ্ঠুানে বক্তব্য পর্বে বক্তারা ঢাকা ক্রেডিটের বিভিন্ন বিষয়ে আলোচনামূলক বক্তব্য রাখছেন। বক্তারা ঢাকা ক্রেডিটের এজিএম একটি মিলনমেলা উল্লেখ করে বলেন, ঢাকা ক্রেডিটের এজিএমে সব সময় হাজারো মানুষের ঢল নামে, মনে হয় যেন একটি উৎসবের অনুষ্ঠান। এজিএমে ক্রেডিটের সদস্যরা নিজেদের কথা তুলে ধরেন।
বক্তারা ক্রেডিটের কার্যক্রম নিয়ে বলেন, ঢাকা ক্রেডিট যেসকল কার্যক্রম পরিচালনা করছে, তা নজিরবীহিন এবং প্রশংসার। ঢাকা ক্রেডিটের অগ্রযাত্রা মানেই হলো সমাজের আগ্রযাত্রা। ঢাকা ক্রেডিট সমাজকে একটা নতুনত্ব দিয়েছে। দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ঢাকা ক্রেডিট যে অবদান রেখেছে তা অতুলনীয়।
১১ নভেম্বর, শুক্রবার, সকাল সাড়ে দশটায়, তেজগাঁও বটমলী হোম অর্ফানেজ টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে ঢাকা ক্রেডিটের ৫৬তম বার্ষিক সাধারণ সভা- ২০১৬ (এজিএম) অনুষ্ঠিত হয়। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদ্দুজ্জামান খান কামাল এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হোসেন পলাশ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশনসহ আরো অনেকে।
ঢাকা ক্রেডিটের প্রকল্প নিয়ে তারা বলেন, ঢাকা ক্রেডিট শুধু ঋণ দেওয়া নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। ঢাকা ক্রেডিট এখন ঐতিহ্যগত সনাতন পদ্ধতির বাইরে এসে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে কাজ করছে, যা সরাসরি জনগণের জন্য সুফল বয়ে আনছে।
ঢাকা ক্রেডিট এখন সফলতার চূড়ায় উঠে গেছে। এভাবে যদি দেশ এগিয়ে যায়, তবে আমাদের টার্গেট ২০২১ এর পূর্বেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের উন্নয়ন দেখেই বোঝায় যায় বাংলাদেশ সরকার প্রধান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট সম্পর্কে তিনি বলেন, ঢাকা ক্রেডিটের প্রতিনিধিরা যোগ্য এবং কর্মদ্যোমী। ক্রেডিটের সাম্প্রতিক উন্নয়নের দিকে তাকালেই বোঝা যায় তারা কতটা উদ্যমী। সামনে আপনারা আবারো ক্রেডিটের নেতৃত্বের নির্বাচন রয়েছে, আশার করি আপনারা ভাল বুঝেই আপনাদের নেতৃত্বকে নির্বাচিত করবেন।
আরবি/আরপি/এনএম
১১ নভেম্বর, ২০১৬