শিরোনাম :
সততার সাথে কাজ করতে হবে : কার্ডিনাল প্যাট্রিক
‘যেখানে সততা থাকবে না, সেখানে স্বচ্ছতাও থাকবে না। তাই আমাদের সততার সাথে কাজ করতে হবে। এর মাধ্যমেই আমরা প্রকৃত খ্রিস্টান হতে পারি।’ ঢাকা ক্রেডিটের ৫৬তম বার্ষিক সাধারণ সভায় বলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি।
১১ নভেম্বর, শুক্রবার, সকাল সাড়ে দশটায়, তেজগাঁও বটমলী হোম অর্ফানেজ টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে ঢাকা ক্রেডিটের ৫৬তম বার্ষিক সাধারণ সভা- ২০১৬ (এজিএম) অনুষ্ঠিত হয়। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবঘোষিত কার্ডিনাল প্যাট্রি ডি’রোজারিও সিএসসি এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদ্দুজ্জামান খান কামাল এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হোসেন পলাশ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশনসহ আরো অনেকে।
সভার বিকেলের অধিবেশনে কার্ডিনাল উপস্থিত হলে সভায় অংশগ্রহণকারী সকলে কার্ডিনালকে অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। এসময় কার্ডিনালের জীবনী নিয়ে ডিসি মিডিয়া টিমের নির্মিত ‘গৌরবের মুকুট’ ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।
এসময় কার্ডিনাল বলেন, আজকে আমি আবার এই ‘গৌরবের মুকুট’ ভিডিও চিত্র দেখে অতিত স্মৃতিতে ফিরে যাই। যারা এই ভিডিও চিত্র নির্মাণ করেছে, তারা আমাকে পিছনে তাকানোর সাহায্য করেছে।
ঢাকা ক্রেডিট সব সময় আমাকে মর্যাদার আসন দিয়ে যাচ্ছে। বিশ্ব জনীন কাথলিক মন্ডলীর প্রধান পূণ্যপিতা ফ্রান্সিস আমাকে যে মহিমায় নিয়ে গেছেন, তা আমার একার অর্জন নয়, এটা সমগ্র বাংলাদেশ মন্ডলীর। আজকে আমি আপনাদের প্রার্থনায় এত বড় সম্মানের আসনে আসতে পেরেছি।
তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, ঢাকা ক্রেডিটের পরিচালনাকারী যেভাবে ক্রেডিটকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা সকলেই প্রত্যক্ষ করছি। তাদের দূরদর্শী চিন্তা ভাবনা এবং ত্যাগস্বীকার ক্রেডিটকে পূর্ণতা দিচ্ছে। আমি সাম্প্রতিক ঢাকা ক্রেডিটের বিভিন্ন কার্যক্রমের সাথে পরিচিত হচ্ছি এবং আপনাদের সাথে একাত্মতাও জানাচ্ছি। আপনাদের কল্যাণমুখী কার্যক্রম আরো প্রসার লাভ করবে এবং স্বচ্ছ কাজের মাধ্যমে একটি গুনগত সমাজ প্রতিষ্ঠা হবে সেই কামনাই করি।
অনুষ্ঠানে কার্ডিনাল প্যাট্রিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রেসিডেন্ট গমেজ।
এসময় ঢাকা ক্রেডিট এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ৫ পাওয়া খ্রিস্টান ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান এবং তাদের উজ্জ¦ল ভষ্যিৎ কামনা করেন।
আরবি/আরপি/এনএম
৯ নভেম্বর, ২০১৬