ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ভাদুনে পবিত্র ক্রুশ সেন্টারে মানবীয় ও খ্রিষ্টীয় গঠন প্রশিক্ষণ

ভাদুনে পবিত্র ক্রুশ সেন্টারে মানবীয় ও খ্রিষ্টীয় গঠন প্রশিক্ষণ

0
596

এসএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণে গাজীপুরের ভাদুনে অনুষ্ঠিত হচ্ছে মানবীয় ও খ্রিষ্টীয় গঠন প্রশিক্ষণ।

৯ মার্চ থেকে ভাদুনে পবিত্র ক্রুশ সেন্টারে এই প্রশিক্ষণ শুরু হয়। এতে ঢাকা মহাধর্ম প্রদেশের সকল ধর্মপল্লীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এবারে ৪টি সেশনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রথম সেশনটি অনুষ্ঠিত হয় ৯-১৬ মার্চ (ছেলে), দ্বিতীয় সেশন ১৯-২৬ মার্চ (মেয়ে), তৃতীয় সেশন ৬-০৩ এপ্রিল (ছেলে) এবং শেষ সেশনটি অনুষ্ঠিত হয় ১৬-২৩ এপ্রিল (মেয়ে) পর্যন্ত।

প্রথম সেশনে অংশগ্রহণ করে ১৩২ জন ছেলে, দ্বিতীয় সেশনে ৯৮ জন মেয়ে, তৃতীয় সেশনে ৬৮ জন ছেলে এবং চতুর্থ সেশনে ৯০ জন মেয়ে।

এবারের প্রশিক্ষণের মূলসুর ছিল ‘এসো, খ্রিষ্টেতে বেড়ে উঠি।’ ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে এবারের এই প্রশিক্ষণে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন।

প্রশিক্ষণে খ্রিষ্টীয় ও ধর্মীয় নৈতিকতা, ব্যক্তিত্বের গঠন, অর্থনৈতিক ব্যবস্থাপনা, মনস্তাত্ত্বিক গঠন, প্রার্থনা, দলীয় সহভাগিতা, কাজ, অভিনয় ও বক্তব্য বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রশিক্ষক হিসেবে ছিলেন ফাদার শিমন প্যাট্রিক গমেজ, ফাদার সৃজন এসজে, ফাদার উজ্জ্বল, ফাদার তুষার জেমস গমেজ, সিষ্টার মেরী, সিষ্টার যোসেফিনসহ আরো অনেকে।

প্রশিক্ষণে মিডিয়ার উপর বিশেষ বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রতিবেশীর স¤পাদক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু।

এছাড়া প্রতিটি সেশনে কার্ডিনাল পেট্রিক ডি’ রোজারিও খ্রিষ্টযাগ উৎসর্গ করেন।

প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে থাকা ফাদার তুষার জেমস গমেজ ডিসিনিউজকে বলেন, ‘এই প্রশিক্ষণটির মাধ্যমে এখানে আগত ছেলে-মেয়েরা বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করতে পারে। তারা নিজেদেরকে সকলের সামনে প্রকাশ করার এবং জীবনের নানা গোপন বিষয়গুলিও সহভাগিতা করার সুযোগ পায়। এখানে শরীরতত্ত্ব ও যৌন বিষয়ের উপর জ্ঞান দান করা হয়, যেগুলি ছেলে-মেয়েরা তাদের বাবা-মার সাথে সহভাগিতা করতে লজ্জাবোধ করে।

‘এই প্রশিক্ষণের মধ্য দিয়ে ছেলে-মেয়েরা তাদের জীবনের সত্যিকারের বন্ধুকে চিনতে পারবে। সত্যিকারের ভালোবাসা কি সেটা বুঝতে পারবে এবং ভালোবাসা কোন পর্যায়ে কেমন হওয়া উচিত সেটিও বুঝতে পারবে’ বলেন ফাদার তুষার।

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ শেষ হওয়ার পরই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের নিয়ে একই ধরণের প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশনের বরাতে জানা যায়।

আরবি.আরপি.১৯ এপ্রিল, ২০১৮