শিরোনাম :
এসএসসি এবং এইচএসতিতে জিপিএ ৫ পাওয়া খ্রিস্টান ছেলেমেয়েদের সংবর্ধনা প্রদান
ঢাকা ক্রেডিট খ্রিস্টান ছেলে-মেয়েদের উৎসাহীত করার লক্ষ্যে এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ৫ অর্জনকারীদের সংবর্ধনা প্রদান করেছে। এজিএম চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের এই সংবর্ধনা দেওয়া হয়। গেষ্ট অব অনার, ক্রেডিটের প্রেসিডেন্টে বাবু মার্কুজ গমেজ এবং অথিতিরা জিপিএ ৫ অর্জনকারীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।
এসময় অতিথিরা ছাত্রছাত্রীদের ভবিষ্যতে আদর্শ নাগরিক জীবন গড়ে তোলার জন্য শুভ কামনা করেন। ছাত্রছাত্রীদের মানসম্পন্ন পড়াশুনায় শিক্ষিত হয়ে জীবন পথে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানা।
১১ নভেম্বর, শুক্রবার, সকাল সাড়ে দশটায়, তেজগাঁও বটমলী হোম অর্ফানেজ টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে ঢাকা ক্রেডিটের ৫৬তম বার্ষিক সাধারণ সভা- ২০১৬ (এজিএম) অনুষ্ঠিত হয়। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবঘোষিত কার্ডিনাল প্যাট্রি ডি’রোজারিও সিএসসি এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদ্দুজ্জামান খান কামাল এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হোসেন পলাশ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশনসহ আরো অনেকে।
আরবি/আরপি/এনএম
১১ নভেম্বর, ২০১৬