শিরোনাম :
ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা ফা. ইয়াংয়ের মৃত্যুবার্ষিকী পালন
ডিসিনিউজ: খ্রিস্টযাগ উৎসর্গ ও কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ঢাকা ক্রেডিটের নেতৃত্বে এর কর্মকর্তা, কর্মী, হাউজিং সোসাইটির কর্মকর্তা, কর্মী এবং কাককোর চেয়ারম্যানসহ চার্চের সর্বস্তরের খ্রিস্টভক্ত ঢাকা ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে ইয়াংয়ের ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করেন।
তেজগাঁও গির্জায় আজ ১৪ নভেম্বর (২০১৬) সকাল সাড়ে ৬টায় প্রায় ৫০০ খ্রিস্টভক্ত-সমবায়ী এই খ্রিস্টযাগে যোগদান করে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন জুডিসিয়াল ভিকার ড. ফাদার মিন্টু এল. পালমা ও ফাদার আবেল বি রোজারিও।
উপদেশে ফাদার মিন্টু বলেন, ‘বাংলাদেশে সমবায়ের প্রতিষ্ঠাতা ফাদার ইয়াং বাংলাদেশ মন্ডলীর চোখ খুলে দিয়েছেন। বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর যে অর্থনৈতিক আন্দোলন দরকার ছিল তার পূর্ণতা পেয়েছে ফাদার ইয়াংয়ের মাধ্যমে। বিষয়টি আমাদের দেশের জন্য যুগান্তকারী ঘটনা।’
খ্রিস্টযাগের পর ফাদার ইয়াংয়ের কবরে সংক্ষিপ্ত প্রার্থনা ও বক্তব্য অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও প্রার্থনা পরিচালনা ড. ফাদার মিন্টু এল. পালমা। কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার জে ইয়াং ১৯৮৮ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠা করলেও ঢাকা ক্রেডিটকে অনুসরণ করে সারা বাংলাদেশে এই ক্রেডিট ইউনিয়ন আন্দোলন ছড়িয়ে পড়ে। সেই দৃষ্টিকোন থেকে তিনি বাংলাদেশে ক্রেডিট ইউনিয়নের আন্দোলনের পুরোধা।
‘ক্রেডিট ইউনিয়নে অসৎ ব্যক্তির স্থান নেই’ – এই আদর্শ বাস্তবায়ন হলে ফাদার ইয়াংয়ের সংগ্রামের তাৎপর্য স্বার্থক হবে এবং তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন হবে বলে উল্লেখ করেন কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ তাঁর বক্তব্যে বলেন, আজ থেকে ৬১ বছর পূর্বে ফাদার ইয়াং যে আােন্দালন শুরু করেছিলেন, আজ সারা দেশে তা ছড়িয়ে পড়েছে। সারা দেশের সমবায়ীরা শ্রদ্ধার সাথে আজ স্মরণ করছে। শুধু খ্রিস্টানরা নয়, অ-খ্রিস্টান সমবায়ীরাও এই দিবস পালন করছে। ‘তাঁর আদর্শ ধরে রাখাই হবে আমাদের অঙ্গীকার।’
ঢাকা ক্রেডিটের পর পরই দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির লিমিটেড-এর ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তা ও কর্মী তাঁদের প্রতিষ্ঠানের পক্ষে ফাদারের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। ভাইস-চেয়ারম্যান দিনের তাৎপর্য ব্যাখ্যা করে ফাদার ইয়াংয়ের আদর্শ পালনের জন্য সবাইকে আহবান জানান। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব)-এর সাবেক সেক্রেটারি এবং সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন-এর ট্রেজারার-কাম-প্রধান নির্বাহী এমদাদ হোসেন মালেকও উপস্থিত ছিলেন।
আরপি/আরসিআর/১৪ নভেম্বর২০১৬