শিরোনাম :
মহামতি কার্ল মাকর্স-এর দ্বিশততম জম্মোৎসব পালন
“শৃঙ্খল ছাড়া সর্বহারা হারাবার আর কিছু নেই, জয় করবার আছে সারা বিশ্ব ” কাল মাকর্স এর এই সুরের আলোকে ৪ মে ২০১৮ ময়মনসিংহের উদীচী মহিলা পরিষদ ভবনে মহামতি কার্ল মাকর্স এর দ্বিশততম জম্মোৎসব পালন করা হয়।
আয়োজনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাংস্কৃতি শাখা, ময়মনসিংহ জেলা কিমিটি । সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দিনব্যাপী এই আলোচনা সভা চলে ।
আলোচক ছিলেন বরেণ্য বুদ্ধিজীবী, মাকর্সবাদী তাত্ত্বিক অধ্যাপক যতীন সরকার, অধ্যাপক এম.এম. আকাশ । সিপিবি এর সভাপতি কমরেড এমদাদুল হক মিল্লাত এবং সিপিবি এর সাংস্কৃতি শাখার সম্পাদক কমরেড প্রদীপ চন্দ্র কর প্রমূখ ।
বিশিষ্ট অর্থনীতিবিদ, এম.এম. আকাশ মার্কসীয় অর্থনীতি সম্পর্কে আলোচনা করেন । তিনি বলেন ” মেধা ও শ্রম দিয়ে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি । পন্যের দুটি দিক রয়েছে । ১, ব্যবহারিক মূল্য ২,বিনিময় মূল্য । পুজিবাদের ধর্ম হচ্ছে সব কিছুকে পন্যে পরিনত করা । ব্যবহারিক মূল্য সাধারনত প্রকৃতি প্রদত্ত । অন্যদিকে যখন প্রকৃতি থেকে কোন বস্তুকে শ্রম দিয়ে কষ্ট করে সংরক্ষন করা হয় এবং সেটা পণ্য অথবা অর্থের মাধ্যমে বিনিময় ঘটে তখন তাকে বিনিময় মূল্য বলে । উদাহারন: জেলে মাছ ধরে বাজারে বিক্রি করে টাকা পায় । সেই টাকা দিয়ে সে চাল ডাল ক্রয় করে জীবন চালায় । সুতরাং এটাই বিনিময় মূল্য ।
সবশেষে তিনি বলেন পুজিবাদের মর্মকথা হলো পণ্য বিনিময় করা । ”
অন্যদিকে বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার বলেন ” কারন ছাড়া কিছু ঘটে না। মানুষ দর্শনের একটা সূত্র নিজের মধ্যে নিয়ে আসছে । মানুষ মাত্রই সামাজিক মানুষ । মানুষ একটা ভূল করলে প্রতিনিয়ত সেটা সংশোধন করে সামনের দিকে অগ্রসর হয় । আজকে যেটাকে আমরা দর্শন বলি হয়তো দেখা যাবে ৫০০ বছর পর সেই দর্শনের অনেক কিছু বাতিল হয়ে যাবে । আগে বিঙ্গান ও দর্শনকে আলাদা করে দেখা হতো না । বিঙ্গান ও দর্শন দুটিকে মিলে বলা হতো ফিলোসফি বা দর্শন ।
দর্শন থেকে দুটি ভাববাদের জম্ম হয় । ভাববাদী দর্শন ও বস্তুবাদী দর্শন । বস্তুবাদী দর্শন অত্যন্ত উন্নততম পর্যায়ে পৌছেছিল । প্রকৃতিই হচ্ছে সৃষ্টির মূল ধাতু । এটা বস্তুবাদের মূল কথা । বস্তুুবাদের নিয়মগুলি বের করে মার্সক যে বস্তুবাদী ভাববাদের জম্ম দেয় সেটাই হলো মার্কসীয় দর্শন । ”
এভাবে বিভিন্ন আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে শেষ হলো মহামতি কার্ল মাকর্স এর জম্ম তিথি ।
আরবি.আরপি. ৫ এপ্রিল, ২০১৮