ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকার খ্রিষ্টান স্কুলগুলোর ফলাফল সন্তোষজন

ঢাকার খ্রিষ্টান স্কুলগুলোর ফলাফল সন্তোষজন

0
1061

বরাবরের মতো এবারো খ্রিষ্টান মিশনারী স্কুলগুলোর এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক।

রবিবার বেলা ২টায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

এবারে গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত তুমিলিয়া বয়েজ হাই স্কুলের পাসের হার ৯১.১৩%। জিপিএ-৫ পেয়েছে- ৯ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১২৪ জন শিক্ষার্থী। তার মধ্যে উত্তীর্ণ হতে পারেনি ১১ জন শিক্ষার্থী।

সেন্ট মেরীস গার্লস হাই স্কুল এন্ড কলেজে এবারের পাসের হার ৯৮.১০%। জিপিএ-৫ পেয়েছে- ৯ জন। অংশগ্রহণ করে ১৫৮ জন শিক্ষার্থী। তার মধ্যে উত্তীর্ণ হতে পারেনি ৩ জন শিক্ষার্থী।

পানজোরা গার্লস হাই স্কুলের এবারের পাসের হার ৯৬.৩৩%। জিপিএ-৫ পেয়েছে- ২ জন। অংশগ্রহণ করে ১০৯ জন শিক্ষার্থী। তার মধ্যে উত্তীর্ণ হতে পারেনি ৪ জন শিক্ষার্থী।

সেন্ট নিকোলাস হাই স্কুলের এবারের পাসের হার ৯৯.১৮%। জিপিএ-৫ পেয়েছে- ৪ জন। অংশগ্রহণ করে ১২২ জন শিক্ষার্থী। তার মধ্যে উত্তীর্ণ হতে পারেনি ১ জন শিক্ষার্থী।

ঢাকার বটমলী গার্লস হাই স্কুলের এবারের পাসের হার ৯২.০৪%। জিপিএ-৫ পেয়েছে- ৩৮ জন। অংশগ্রহণ করে ১১৩ জন শিক্ষার্থী। তার মধ্যে উত্তীর্ণ হতে পারেনি ৯ জন শিক্ষার্থী।

সেন্ট গ্রেগরিজ হাই স্কুল এন্ড কলেজের এবারের পাসের হার ১০০%। জিপিএ-৫ পেয়েছে- ১৪৪ জন। অংশগ্রহণ করে ১৯০ জন শিক্ষার্থী।
এবার দশ বোর্ডে ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ।

সারা দেশে এবার গতবারের চেয়ে জিপিএ ৫ বেড়েছে। এবার মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। গতবার পেয়েছিল ১ লাখ চার হাজার ৭৬১ জন।
এবার রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি ৮৬ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সবচেয়ে কম পাস করেছে সিলেট বোর্ডে, ৭০ দশমিক ৪২ শতাংশ।

এবার ঢাকা বোর্ডে ৮১ দশমিক ৪৮, বরিশালে ৭৭ দশমিক ১১, যশোরে ৭৬ দশমিক ৬৪ শতাংশ, চট্টগ্রামে ৭৫ দশমিক ৫০ শতাংশ, দিনাজপুর বোর্ডের ৭৭ দশমিক ৬২ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে ৮০ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডে ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরি বোর্ডের ৭১ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

পাসের হারের দিক থেকে রাজশাহী বোর্ড এগিয়ে থাকলেও সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীগণ।

শিক্ষামন্ত্রী জানান, এবার ঢাকা বোর্ডে সবচেযে বেশি ৪১ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এবার রাজশাহী বোর্ডে ১৯ হাজার ৪৯৮ জন, কুমিল্লায় ৬ হাজার ৮৬৫ জন, যশোরে ৯ হাজার ৩৯৫ জন, চট্টগ্রামে ৮ হাজার ৯৪ জন, বরিশালে ৩ হাজার ৪৬২ জন, সিলেটে ৩ হাজার ১৯১ জন এবং দিনাজপুর বোর্ডের ১০ হাজার ৭৫৫ শিক্ষার্থী পূর্ণ জিপিএ পেয়েছে।

এছাড়া মাদ্রাসা বোর্ডের ৩ হাজার ৩৭১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৪ হাজার ৪১৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবার।

আরবি.আরপি. ৭ মে, ২০১৮