ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাভার ওয়াইএমসিএ’র নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাভার ওয়াইএমসিএ’র নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

0
602

সাভারের দেওগাঁও গ্রামে সাভার ওয়াইএমসিএ’র নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় আজ দুুপুর ১টায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট তপন টি. রোজারিও।

সাভার ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট তপন বলেন, ‘হিন্দু-মুসলিম-খ্রিষ্টান সকলে এখানে কাজ করতে পারবে, পড়াশুনা করতে পারবে। আমাদের যেটুকু অর্থ আছে তাই নিয়ে এই ভবনের কাজ শুরু করতে যাচ্ছি।’

‘বাবু মার্কুজ গমেজ আমাদের এই ভূমি দান করেছেন। এখানে একটি স্কুল এবং বাস্কেট বল গ্রাউন্ড নির্মাণ করা হবে। বাবু মার্কুজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই অশেষ দানের জন্য’ বলেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সাভার ওয়াইএমসিএ’র প্রতিষ্ঠাতা সেক্রেটারি নির্মল রোজারিও বলেন, ‘ওয়াইএমসিএ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, ওয়াইডব্লিউসিএ সবাই ভাই ভাই, মন্ডলীতে আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে। ওয়াইএমসিএতে হিন্দু-মুসলিম সকলে অংশগ্রহণ করতে পারবে।’

সাভার ওয়াইএমসিএ যখন ষড়যন্ত্রের শিকার হয়েছে তখন তপন টি. রোজারিও বলিষ্ঠভাবে তা মোকাবেলা করেন। বর্তমান বোর্ডের সুন্দর কার্যক্রমের জন্য সাধুবাদ জানান প্রেসিডেন্ট নির্মল রোজারিও।

‘সাভার ওয়াইএমসিএ আজ অনেক পথ পাড়ি দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছে, তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি’ বলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সংগ্রামী মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া।

‘আমাদের এই নতুন ভবন নির্মাণের জন্য এবং কার্যক্রম পরিচালনার জন্য তেমন কোন ফান্ড নেই, তাই আপনাদের সকলের আর্থিক সাহায্য কামনা করছি উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য’ বলেন বাংলাদেশ ন্যাশনাল ওয়াইএমসিএ’র সহ-সভাপতি জনি হিউবার্ট রোজারিও।

ন্যাশনাল ওয়াইএমসিএ’র প্রাক্তন প্রেসিডেন্ট সমরেন্দ্র রিছিল বলেন, ‘বাংলাদেশের সকল ওয়াইএমসিএ’র কার্যালয় আছে, শুধু সাভারের ছিল না। সাভার ওয়াইএমসিএ’র এই ভবন নির্মাণ একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।’

‘প্রথমে সাভার ওয়াইএমসিএ’র অবস্থা বেশ ভালো ছিল, কিন্তু মাঝের কিছুটা সময় দুর্যোগের মধ্যে ছিল এবং ফান্ড প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন বাবু মার্কুজসহ আরো অনেকে এর হাল ধরে আজ এই পর্যন্ত এনেছে। বর্তমান সভাপতি তার নিজ খরচে রেজিষ্ট্রি করেছেন এবং বাবু মার্কুজ গমেজ এই জমি দান করেছেন। এই মহৎ অবদানের জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ’ বলেন ধরেন্ড মিশনের পালকীয় পরিষদের সহ-সভাপতি বিলাস বি. গমেজ।

ওয়াইএমসিএ কোনো এনজিও নয়, এটি একটি যুব আন্দোলন। এখানো যুবা ও নারীদের অংশগ্রহণ আবশ্যক। বাংলাদেশের সকল ওয়াইএমসিএ সংগঠনগুলো ভালোভাবে পরিচালিত হচ্ছে বলে জনান বাংলাদেশ ন্যাশনাল ওয়াইএমসিএ’র সাধারণ সম্পাদক নিপুন সাংমা।

এছাড়া অন্যান্য বক্তারা ওয়াইএমসিএ’র কার্যক্রম সুন্দর হোক এবং বেকার যুবারা অংশগ্রহণ করুক সেই কামনা করেন।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার ধর্মপল্লীর পালকীয় পরিষদের সেক্রেটারি প্রতাপ এ. গমেজ, ঢাকাস্থ সাভার খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান লরেন্স রোজারিও, সাভার ওয়াইএমসিএ’র ট্রেজারার শিপু পরিমল কস্তা, বিসিএ’র মিরপুর শাখার সেক্রেটারি এন্ড্রু শিকদার এবং সাভার ওয়াইএমসিএ’র বোর্ড অব ডিরেক্টরগণসহ আরো অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার ওয়াইএমসিএ’র সাধারণ সম্পাদক রনেল ফ্রান্সিস কস্তা।