শিরোনাম :
আলিয়াছড়া খাসিয়া পুঞ্জিতে আদিবাসী বর্ণিল সংস্কৃতি চর্চার গৌরবোজ্জ্বল ভূমিকা
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আলিয়াছড়া খাসিয়া পুঞ্জিতে ১৮ মে (শুক্রবার) বিকাল ৩ টায় “ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস”-আইপিডিএস এর সহযোগিতাই আদিবাসী বিষয়ক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল।
বৈচিত্র্যময় আমাদের এই পৃথিবী। প্রাকৃতিক বৈচিত্র্যে যেমন ভরপুর এ বিশ্ব, তেমনি মানুষ মানুষে রয়েছে বৈচিত্র্য ও পার্থক্য । আমাদের এ দেশটি ছোট হলেও এখানে নানা জাতি-গোষ্ঠীর মানুষ বাস করে । এই সব মানুষের ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি । বাংলাদেশে বসবাসকারি আদিবাসী মানুষের বৈচিত্র্যময় ভাষা এবং বর্নিল সংস্কৃতির সমৃদ্ধ করেছে আমাদের দেশ।
সম্প্রতি পরিতাপের বিষয় যে আদিবাসী মানুষের নিজস্ব ঐতিহ্য, ভাষা, পোষাক, খাদ্যভাস, বাসস্তান, ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি চর্চা হারিয়ে যাচ্ছে। নিজের ভাষাসহ অন্যান্য অনেক ঐতিহ্যকে গলা টিপে হত্যা করার মত হচ্ছে। একদিকে নিজেদের অবহেলা অন্যদিকে প্রশাসনের নেই কোন উদ্ব্যেগ।
এই হারিয়ে যাওয়া সংস্কৃতিকেই ধরে রাখার জন্য এমন আয়োজন বলেন, বিশেষ অতিথি আইপিডিএস এর প্রোজেক্ট কো-অর্ডিনের্টর মি.রিপন চন্দ্র বানাই। তিনি আরো বলেন আইপিডিএস প্রতন্ত্য অঞ্জলে আদিবাসী মানুষদেরকে নিয়ে কাজ করছে। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সংস্কৃতিকে চর্চার মাধ্যমে নতুন প্রজম্মের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপত্বিত করেন আলিয়াছড়াখাসিয়া পুঞ্জির হেডম্যান মি.উটিয়ান টংপেয়ার । তিনি বলেন অল্প সময়ের মধ্যে এত সুন্দর অনুষ্ঠান যা ভাবা যায় না। পরিকল্পনাই আছে এখন থেকে প্রতি বছর আদিবাসীর সাংস্কৃতিক অনুষ্ঠান করা।
বিশেষ অতিথি ছিলেন বৃহওর সিলেট বিভাগের বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক, কুবরাজ ও নারীবিষয়ক সম্পাদক মি.বাবলি তালাং ও
বাংলাদেশ আদিবাসী ফোরাম সদস্য মি.ওরিজিন খংলা । এছাড়াও উপস্তিত ছিলো স্হানীয় পুঞ্জির লোকজন সহ বিভিন্ন এলাকা থেকে আগত গন্যমান্য বক্তিবর্গ ও নাচ গানের বিভিন্ন দল।
অনুষ্ঠানে গারো, খাসিয়া ও চা বাগানের আদিবাসীরা অতন্ত্য সুন্দর বাচন ভঙ্গির মাধ্যমে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে চেষ্ঠা করে। যা এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন এক দিগন্তের উন্মোচন হলো বলে মনে করেন স্হানীয় জনগন। যা আমাদের এই ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি গৌরবের বিষয়।
আরবি.আরপি. ১৯ মে, ২০১৮