ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড সেবাপক্ষ-২০১৮ (১-১৫ জুন, ২০১৮) বিশেষ অফার

সেবাপক্ষ-২০১৮ (১-১৫ জুন, ২০১৮) বিশেষ অফার

0
590

এতদ্বারা দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা-এর সম্মানিত সদস্য-সদস্যা, কর্মকর্তা ও কর্মীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে আগামী ১-১৫ জুন, ২০১৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত সেবাপক্ষ-২০১৮ পালন করা হবে। এবারের সেবাপক্ষের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে- ‘ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করি; উৎপাদনশীল খাতে বিনিয়োগ করি; সুন্দর ভব্যিষৎ গড়ি’। সেবাপক্ষ উপলক্ষে সদস্য-সদস্যাদের আরও অন্তত একটি সঞ্চয়ী প্রোডাক্ট গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেবাপক্ষ উপলক্ষে সকল সঞ্চয়ী প্রোডাক্টের ভর্তি ফরম ফ্রি প্রদান করা হবে।
সেবাপক্ষ উপলক্ষে ঋণ পরিশোধে নি¤œলিখিত সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

১। খেলাপি ঋণ এককালীন পরিশোধে ১০০% জরিমানা মওকুফ করা।
২। খেলাপি ঋণের সম্পূর্ণ বকেয়া টাকা পরিশোধ করলে ৫০% জরিমানা মওকুফ করা ।
৩। খেলাপি ঋণ পুনঃতফশীল করলে ৫০% জরিমানা মওকুফ করা হবে যা ঋণ পরিশোধের শেষ কিস্তিতে সমন্বয় করা হবে।
৪। খেলাপি ঋণে বকেয়া সুদ ও জরিমানা ফ্রিজ করে রেখে চলতি মাসের সুদ ও সদস্যদের সামর্থ্য অনুসারে কিস্তি প্রদান করা ।
৫। রিলিজের ক্ষেত্রে শুধু ঋণের অংশ নিয়ে রিলিজ করা ।

‘সেবাপক্ষের সুযোগ গ্রহণ করুন; সমৃদ্ধ জীবন গড়ুন’

ধন্যবাদান্তে,

পংকজ গিলবার্ট কস্তা
সেক্রেটারি
দি সিসিসিইউ লি:, ঢাকা।