ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ‌নৈ‌তিকতা ও মূল্য‌বোধ শিক্ষায় পোষ্ট এইচএসসি খ্রিষ্টিয় গঠন প্র‌শিক্ষণ

‌নৈ‌তিকতা ও মূল্য‌বোধ শিক্ষায় পোষ্ট এইচএসসি খ্রিষ্টিয় গঠন প্র‌শিক্ষণ

0
481

‘যুব শ্রেণি বিশ্বাস ও জীবনাহ্বান নির্ণয়’ শ্লোগান নিয়ে ২৮ মে-০৩ জুন পর্যন্ত ময়মন‌সিংহ ধর্মপ্র‌দেশীয় পালকীয় সামা‌জিক সেবা‌কে‌ন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া খ্রি‌ষ্টান যুবক-যুবতী‌দের নিয়ে এক‌টি প্র‌শিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হয় ।

ময়মন‌সিংহ ক্যাথ‌লিক ধর্মপ্র‌দেশীয় যুব ক‌মিশন এর আ‌য়োজন ক‌রেন । অংশগ্রহণকারী ছিল ১২২ জন ।

সম্ভাবনাময়ী যুবক যুবতী‌দের উ‌দ্দে‌শে ফাদার তরুন ব‌নোয়ারী উপাসনা, বাই‌বেল ও সাক্রা‌মেন্তীয় বিষ‌য়ে শিক্ষা দেন । প্র‌জেক্ট‌রের মাধ্য‌মে তি‌নি আ‌লোচ্য বিষয়গু‌লি নিপুনভা‌বে তু‌লে ধ‌রেন।

এ সময় তি‌নি ব‌লেন, ‘উপাসনার মাধ্য‌মে খ্রিষ্টভক্তগণ খ্রি‌ষ্টের রহস্য জান‌তে পা‌রে। তাই আমা‌দের ম‌নে প্রা‌ণে উপাসনা ও প্রার্থনা করতে হ‌বে ।’

ময়মনসিংহ নটর‌ডেম ক‌লে‌জের অধ্যক্ষ ফাদার জর্জ কমল রোজা‌রিও সিএস‌সি ‌খ্রিষ্টিয় জীবনযাপন ও মূল্য‌বোধ সম্প‌র্কে ব‌লেন, ‘মূল্যবোধ হ‌চ্ছে নী‌তি বা আচর‌নের একগুচ্ছ মানদন্ড । স‌ঠিক মূল‌বোধটা কি সেটা তোমরা দেখ‌তে পা‌বে না য‌দি না তোমরা সৎ হও।আমা‌দের চিন্তাগু‌লো মূল্য‌বোধ দ্বারা প্রভা‌বিত হয়।’

‘খ্রি‌ষ্টিয় জীব‌নে প্রার্থনাহীন জীবন একটা অসুস্থ জীবন’ বলেন ফাদার জর্জ কমল।

আরবি.আরপি.৩০ মে ২০১৮