ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ১৩ জানুয়ারী ২০২৫
বাংলা : ৩০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক রোমে পৌঁছেছেন কার্ডিনালসহ বাংলাদেশী প্রতিনিধি দল

রোমে পৌঁছেছেন কার্ডিনালসহ বাংলাদেশী প্রতিনিধি দল

0
1204

নবঘোষিত কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশে বাংলাদেশী প্রতিনিধি দল ১২ দিনের সফরে নিরাপদে রোমে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রেজিস্ট্রার ফাদার আদম এস. পেরেরা সিএসসি।

05মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় বুধবার রাত তিনটা) কার্ডিনালের সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজে লিওনার্দ দ্যা ভিঞ্চি বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আনুষ্ঠানিক সংবর্ধনা শেষে কার্ডিনালসহ বাংলাদেশী প্রতিনিধি দলকে Pontificio collegio Internazionale: Maria Mater Ecclesiae নামক হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে বাংলাদেশী প্রতিনিধি দল এখানে অবস্থান করবেন। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইতোমধ্যে ইন্ডিয়া থেকে ১০ জন, কানাডা থেকে ২ জন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১ জন বাংলাদেশী কার্ডিনালের সফরসঙ্গী দলের সাথে যোগদান করেছেন। ১০ জন বাংলাদেশী ফাদার-সিস্টার যারা ইতালীতে আছেন তারা এই প্রতিনিধি দলকে গাইড করছেন।

6আগামী ১৯ নভেম্বর, প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বের অন্যান্য দেশের ১৬ জন নতুন কার্ডিনালের সঙ্গে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ৭৩ বছর বয়সী প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি। সফর শেষে কার্ডিনালসহ বাংলাদেশী প্রতিনিধি দল আগামী ২৪ নভেম্বর দেশে ফিরে আসবেন।

আরবি/আরপি
১৭ নভেম্বর, ২০১৬