শিরোনাম :
চট্টগ্রামের হালিশহর এলাকায় পানিবাহিত রোগ এবং হেপাটাইটিস ই রোগের প্রকোপ, জনমনে আতঙ্ক
বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর এলাকায় পানিবাহিত রোগ জন্ডিস, ডায়রিয়া, টাইফয়েড বিশেষ করে হেপাটাইটিস ই সংক্রান্ত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে সেখানকার বাসিন্দাদের মধ্যে।
এলাকার বাসিন্দা মিঃ জুবায়ের রহমানন জানান, “ওয়াসার নোংরা ও জীবানুযুক্ত পানিই এ সমস্যার মূল কারণ’।
হেপাটাইটিস ই সংক্রমণের তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।
তিনি বলেন, “হেপাটাইটিস ই সংক্রমণ নিয়ে কোনো সন্দেহ নেই। ঢাকা থেকে আসা টিম এবং এখানকার প্যাথলজিকাল সেন্টারে হালিশহর এলাকার যত রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে সেখানে প্রায় সবগুলোতেই হেপাটাইটিস ই পাওয়া গেছে।”
অতি বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতার কারণে পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে বলে মনে করেন আজিজুর রহমান সিদ্দিকী।
চট্টগ্রাম শহরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সমস্যা থাকলেও কয়েকটি কারণে হালিশহরে পানিবাহিত রোগের ব্যাপকতা বেশি বলে মনে করেন তিনি।
সিদ্দিকী বলেন, “হালিশহরের দুটো জিনিস অন্য জায়গা থেকে আলাদা। এখানকার লোকজনের অভিযোগ ওয়াসার পানিতে সমস্যা। রাস্তার বিভিন্ন জায়গায় পানির লাইনে লিকেজ আছে বলে বাসিন্দারা অভিযোগ করেছেন।” জোয়ারের পানিও লোকালয়ে প্রবেশ করে।
তাছাড়া মানুষজন পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার করে না।
“আমরা সবাইকে বলেছি পানির ট্যাঙ্ক চার মাস পরপর পরিষ্কার করতে। নিজেরা পরিষ্কার করতে না পারলে ওয়াসাকে জানাতেও বলা হয়েছে। বিনামূল্যে আমরা ঐসব ট্যাঙ্ক পরিষ্কার করবো।”
তবে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহর মতে, এই ধরনের রোগ ছড়ানোর প্রধান কারণ অপরিচ্ছন্নতা ও মানুষের মধ্যে সচেতনতার অভাব।
ফজলুল্লাহ বলেন, “বর্ষার পানিতে ঐ এলাকার সমস্ত নালা নর্দমা ডুবে একাকার হয়ে যায়। সেসব পানিতে মশা-মাছি বসে এবং সেসব মশা মাছির মাধ্যমে রোগ ছড়াতে পারে বলে আমার ধারণা।”
পানি সরবরাহ ব্যবস্থায় যেন কোনো ত্রুটি না থাকে সে বিষয়ে ওয়াসা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে নিশ্চিত করেন মি. ফজলুল্লাহ। তিনি জানান ওয়াসা বিভিন্ন এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করছে।
“পানির নমুনায় যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে যা যা করা দরকার আমরা করবো। পানিতে ক্লোরিন বাড়িয়ে দেয়া, লাইনগুলো পরিষ্কার করা এধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।”
তিনি জানান, আক্রান্ত এলাকার মানুষদের সচেতন করতে পত্রিকায় বিজ্ঞাপণ দেয়া এবং স্কুল-কলেজে গিয়ে প্রচারণা চালানো হচ্ছে ওয়াসার পক্ষ থেকে।
চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, হেপাটাইটিস ই অন্যান্য হেপাটাইটিসের মত মারাত্মক নয়। তবে গর্ভবতী মায়েদের জন্য এই রোগ বেশ ক্ষতিকর হতে পারে বলে জানন মি. সিদ্দিকী। প্রতি পাঁচজনে একজন গর্ভবতী মা মারা যায় হেপাটাইটিস ই’তে।
সিদ্দিকী জানান, এই ভাইরাসে আক্রান্ত হলে জন্ডিসের মতই লক্ষণ দেখা যায়। খাওয়ায় অরুচি, বমি করা, চোখ হলুদ হওয়া, গায়ের রঙ হলুদ হওয়া, প্রস্রাব অতিরিক্ত হলুদ হওয়া এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ।
সিদ্দিকী বলেন, সব ধরনের পানি ফুটিয়ে ব্যবহার করলে হেপাটাইটিস ই সংক্রমণের সম্ভাবনা থাকে না। এছাড়া পানি বিশুদ্ধ করতে হালিশহরে এলাকায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
আরবি.আরপি. ৩০ জুন ২০১৮