ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ১০ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৬ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ তানোরে আদিবাসী নারীকে মারধর

তানোরে আদিবাসী নারীকে মারধর

0
239

রাজশাহীর তানোরে আদিবাসী নারীকে মারধরের ঘটনা ঘটেছে।

গুরুতর অবস্থায় আদিবাসী ওই নারীকে তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে তানোর উপজেলার মোহাম্মপুর গ্রামে হাঁসে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে আদিবাসী নারীকে মারধর করা হয়।

এলাকাবাসীর সুত্রে জানা গেছে, রোববার দুপুরে তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামের নজর আলীর পুত্র এহেন আলী (৫০)’র জমির পাঁকা ধানের জমিতে একই গ্রামের আদিবাসী পাড়ার রাজমহলের স্ত্রী চানমুনি (৪০)’র ২টি পাতি হাঁস ধান খাচ্ছিল।

এসময় এহেন আলী আদিবাসী নারীকে ধরে নিয়ে বেধড়কভাবে নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়।

ঘটনার পর খবর পেয়ে এলাকাবাসী ও আহত নারীর পরিবারের সদস্যরা এসে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

এ ঘটনায় আহতের স্বামী বাদি হয়ে ১জনকে আসামী করে তানোর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরবি.আরপি.৮ জুলাই ২০১৮