ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ০৭ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৪ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী কেন্দ্রে অল খ্রীষ্টিয়ান কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী কেন্দ্রে অল খ্রীষ্টিয়ান কনফারেন্স অনুষ্ঠিত

0
521

“লাউদাতে সি”- “হোক তেমার প্রশংসা” (পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের পত্রের আলোকে) মূলসুরে ১৩ জুলাই (শুক্রবার) সকাল ৯টায় বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী কেন্দ্রে (ঈইঈই) অল খ্রীষ্টিয়ান কনফারেন্স অনুষ্ঠিত হয়। বাণী আরাধনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও বললেন, ‘গতবছরের ন্যায় এবার ও আমরা একত্রিত হয়েছি। এখানে আমরা তিনটি পরিবার উপস্থিত হয়েছি। আমরা চাই একত্রে সকলে কাজ করতে। ধরিত্র রক্ষা করা আমাদের দ্বায়িত্ব।’

মূলবক্তাদের মধ্যে প্রথমে ঢাকার সহকারী অবসরপ্রাপ্ত বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি ধর্মতাত্বিক প্রসঙ্গে, জলবায়ু বিবর্তন এবং ধরিত্র আবাসভূমির পরিবেশ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘১৯৬৮ সালে সুইডেনের উত্থাপনায় প্রথম ১৯৭২ সালে ইউএন ভিত্তিক পরিবেশ সম্বন্ধীয় প্রথম আলোচনা হয়। যেখানে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরিবেশ সংরক্ষণ ও দারিদ্র বিমোচনের বিষয়ে উল্লেখ করেন।’

বিশপ থিয়ো বলেন, ‘সমস্যা কেবল জলবায়ুর ব্যাপারে ছোট ঢেউকে ঘিরে নয়; সমস্যার পরিধি ও গভীরতা অনেক ব্যাপক। সমুদ্রের বৃহৎ ঢেউয়ের সমান। মানব সভ্যতার বর্তমান সামগ্রিক যুগকে নিয়ে পর্যালোচনা করতে হচ্ছে। জলবায়ুর বিভিন্ন সময়ের বিপর্যয়, হুমকির সমান। তাই চার্চের উচিৎ আমরা কিভাবে এই বিপর্যয় থেকে রক্ষা করতে পারি, সে বিষয় আলোচনা করা।’

রেভা: ডেভিড অনিরুদ্ধ দাশ পত্রের আবেদনে চার্চের সাড়াদান সূচক অংশগ্রহণ: সুষ্ঠ পরিকল্পনা ও সমন্বিত পদক্ষেপের উদ্যোগ; জ্যোতি গমেজ, পত্রে আবেদন সমসাময়িক মিশন কাজের সংযুক্ত করা ও মাইকেল দাশ, সব ধরনের ফরমেশন পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয় করণীয়সমূহ তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, ঢাকা ক্রেডিটর সুপারভাইজরি কমিটির সেক্রেটারি লরেন্স মানিক রোজারিও, কারিতাস কর্মী, ফাদার, সিষ্টার, পালকগণসহ আরো অনেকে।