শিরোনাম :
কাউন্টার ফটোতে প্রদর্শিত হবে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘কালের পুতুল’
কাউন্টার ফটো স্টুডেন্ট ফোরাম ‘কালো’র উদ্যোগে চিলেকোঠার সিনেমা শিরোনামে আগামী শুক্রবার, ২৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় ইমপ্রেস টেলিফিল্মের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কালের পুতুল’ কাউন্টার ফটো’র উত্তরা ক্যাম্পাসে প্রদর্শিত হবে। সিনেমাটির পরিচালনায় ছিলেন আকা রেজা গালিব ও সঙ্গীত পরিচালনা করেছেন সানী জুবায়ের।
প্রায় দুই বছর আগে ‘কালের পুতুল’ ছবিটির শুটিং হয় বান্দরবানের বিভিন্ন লোকেশনে। নাসিফুল ওয়ালিদের চিত্রনাট্যে ‘কালের পুতুল’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, বীথি রানী সাহা, জান্নাতুন নূর, শাহেদ আলী, রাইসুল ইসলাম আসাদ, লুৎফর রহমান র্জজ, মাহমুদুল ইসলাম মিঠু, আশিষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্ক প্রমুখ। সিনেমাটি দেশব্যাপী মুক্তি পায় গত ৩০ জানুয়ারি।
বিভিন্ন পেশার ১১ জন মানুষ এসে হাজির হন বাংলাদেশের পার্বত্য জেলার প্রত্যন্ত এক অঞ্চলে। চূড়ান্ত গন্তব্য নুলিয়াছড়ি পাহাড়। সেলফোনের নেটওয়ার্কবিহীন খুবই দুর্গম পাহাড় সারির কারণে এদিকটা পর্যটকরা মাড়াবে কি, স্থানীয়রাই এড়িয়ে চলে। খাদের ওপর ঝুলন্ত পুল পার হয়ে অতিথিরা যেখানে পৌঁছায় সেটাই বাড়িটাই সভ্যতার একমাত্র চিহ্ন।
তাদের স্বাগত জানায় এক আদিবাসী, অতিথি আপ্যায়নের জন্য যাকে নিয়োগ দেওয়া হয়েছে। তার কাছ থেকেই জানা যায়, রশীদ চৌধুরীর পরিবর্তে একটি ভিডিও সবাইকে স্বাগত জানায় এবং প্রত্যেকের নামে একটি করে হত্যার অভিযোগ করে। আসল অভিযুক্ত ব্যক্তি কে, কিভাবে সে খুন করলো এমনই একটি গল্পে এগিয়ে যাবে ‘কালের পুতুল’।
ছবির কাহিনী আগাথা ক্রিস্টি’র গল্প থেকে নেওয়া। গল্পের নাম ‘ And then there were none’. সেবা প্রকাশনী থেকে এর একটি অনুবাদ প্রকাশিত হয়েছিল, নাম “দ্বীপ বিভীষিকা”
সিনেমার টিকেট মূল্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রদর্শণস্থলেই টিকেট ক্রয় করা যাবে। এছাড়া অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ করুন: ০১৯১২৮৪৪৯৩৯, ০১৭১১০০১৩৭৩। প্রদশর্নীস্থান: সেক্টর-১৩, ২৯ গরীবে নেওয়াজ এভিনিউ, উত্তরা, ঢাকা।
উল্লেখ্য, কাউন্টার ফটো’র স্টুডেন্ট ফোরাম ‘কালো’ ‘চিলেকোঠার সিনেমা’ শিরোনামে প্রতি মাসে একটি চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করে থাকে। এটি কালো’র দ্বিতীয় আয়োজন।
আরবি.আরপি. ২৫ জুলাই ২০১৮