শিরোনাম :
বরিশালে উৎসবের আমেজে চলছে ভোটগ্রহণ
বরিশাল সিটিকর্পোরেশন নির্বাচনকে ঘিরে গত ১মাস ধরে নির্বাচনের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত ছিলেন নির্বাচনী প্রার্থীরা। আজ নির্বাচনী ইসতেহার শেষে ভাগ্য নির্ধারণে নেমেছে প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে নিজ নিজ ভোট দিতে জড়ো হয়েছে ভোটাররা।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দী করছেন ৬ জন প্রার্থী। এর মধ্যে বরিশাল সিটি মেয়র নির্বাচনে এই প্রথমবার কোনো নারী মেয়রপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বরিশালের ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতা করছেন ৯৪ জন এবং সংরক্ষিত আসনে প্রতীদ্বন্দী করছেন মোট ৩৫ জন।বরিশাল জেলায় মোট ভোটার সংখ্যা ২,৪২,১৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,২১,৪৩৬ এবং নারী ভোটার ১,২০,৭৩০ জন।
সকাল ৮টা থেকে ১২৩টি কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ এবং বিকাল ৪ টা প্রর্যন্ত চলবে এই ভোট গ্রহণ কর্মসূচি।
ভোটদান কর্মসূচি শান্তিপূর্ন করার জন্য প্রতিটি কেন্দ্রে মোতায়ন করা হয়েছে পুলিশ, বিজিবি এবং কাজ করছে প্রতিটি দলের এজেন্টসহ অনেক সেচ্ছাসেবক।
আরবি.আরপি. ৩০ জুলাই ২০১৮