শিরোনাম :
আলিয়াছড়া খাসিয়াপুঞ্জিতে আদিবাসীর ঐতিহ্যগত বর্ণিল সাংস্কৃতিক আয়োজন
আলিয়াছড়ায় খাসিয়াপুঞ্জিতে আদিবাসীদের ঐতিহ্য নিয়ে আয়োজন করা হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের।
হবিঞ্জের বাহুবল উপজেলার আলিয়াছড়া আদিবাসী খাসিয়াপুঞ্জিতে ২য় বারের মতো গতকাল ২৯ জুলাই (রবিবার) বিকাল ৪ টায় আদিবাসীর বিভিন্ন ঐতিহ্যগত সংস্কৃতি নিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানটি ইন্ডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সাভির্সেস (আইপিডিএস) এর উদ্যোগে ইউএনডিপি’র অর্থায়নে আদিবাসীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক জীবনধারা, নিজস্ব অস্তিত্ব ও অধিকার প্রতিষ্ঠা তুলে ধরা এবং বিভিন্ন কারণে বিলুপ্তির পথে নিজেদের সংস্কৃতি ধরে রাখার লক্ষ্য নিয়েই আয়োজন আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ উপস্থিত সবাইকে খাসিয়া ছোট ছোট শিশুরা খাসিয়া গান ও ফুল দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠানের শুভেচ্ছা বাণীতে মানবাধিকার কর্মী ও কলামিস্ট সঞ্জিব দ্রং বলেন, ‘পৃথিবী সুন্দর, আদিবাসীরাও সুন্দর। তাইতো আদিবাসীরা সুন্দর ভবিষ্যৎ ও ভালো স্বপ্ন দেখে।
তিনি বলেন, ‘আজ এ আয়োজনের মাধ্যমে যেন নিজস্ব সংস্কৃতি চর্চা ও প্রতিটি মানুষ যেন আদিবাসীর বৈচিত্র্যময় জীবনধারাকে দেখে জানে এবং নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে পারে।’
প্রধান অতিথি বিধান ত্রিপুড়া বলেন, ‘আমিও একজন ত্রিপুড়া আদিবাসী হয়ে, আদিবাসীর মাঝে আজ কথা বলতে পেরে আনন্দিত।’
তিনি ছাত্রছাত্রীদের আহব্বান করে বলেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে ভালো কাজ করার জন্য, স্বপ্ন দেখতে হবে বড় হওয়ার জন্য।’
সাংস্কৃতিক অনুষ্ঠানে খাসিয়া ও আদিবাসী চা জনগোষ্ঠির সুন্দর বাচনভঙ্গির নৃত্যের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্লোরা বাবলী তালাং (বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য ও আদিবাসী নেত্রী), স্হানীয় পুঞ্জির হেডম্যান উঠিয়ান টংপেয়ার, ফাদার যোসেফ গমেজ (বাংলাদেশ পরিবেশ আন্দোলন জাতীয় কমিটির সদস্য), বাংলাদেশ আদিবাসী ফোরাম সিলেট শাখার সাধারণ সম্পাদক বনিফাস খংলা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পংকজ কন্দ ও স্হানীয় ইউপি সদস্যসহ পুঞ্জির আদিবাসী এবং বিভিন্ন এলাকা থেকে অতিথিবৃন্দ।
আরবি.এসপি. ৩০ জুলাই ২০১৮