শিরোনাম :
সেবার মানোন্নয়নে ইউনিয়ন পরিষদের অঙ্গীকার : সনাকের সাথে মতবিনিময় সভা
সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের উদ্যোগে ‘চাই স্বচ্ছ-জবাবদিহি মূলক ও সুশাসিত ইউনিয়ন পরিষদ’ শ্লোগানে ৩০ জুলাই দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদের সাথে সনাকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অরণখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রবীর নকরেক-এর সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অরণখোলা ইউনিয়ন পরিষদের সেবার ওপর সনাক কর্তৃক পরিচালিত কুইক সার্ভের প্রতিবেদন উপস্থাপন করেন সনাকের সহ-সভাপতি মো: শহিদুল ইসলাম। এসময় স্বাগত বক্তব্য রাখেন সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহ্বায়ক তপন কুমার গুন।
জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে ইউপি সদস্যবৃন্দ বলেন, ‘আমাদের কাজের বিপরীতে জরিপে নাগরিকগণ যে প্রত্যাশা বা মতামত ব্যক্ত করেছেন তার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা আগামীতে আমাদের পরিষদের সেবারমান বৃদ্ধিসহ আরো বেশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাজ করতে সচেষ্ট হবো।
তারা আরো বলেন, ‘নাগরিকদের প্রত্যাশা আমাদের প্রতি অনেক বেশি, কিন্তু বাস্তবতা হলো সীমিত সম্পদ নিয়ে আমাদের কাজ করতে হয়। ফলে সকলের প্রত্যাশা আমরা সমানভাবে পূরণ করতে পারি না। তবে সনাকের জরিপ প্রতিবেদনে প্রাপ্ত তথ্য আমরা গুরুত্বের সাথে গ্রহণ করছি।
উল্লেখ্য যে, জরিপ প্রতিবেদন প্রণয়নে অরণখোলা ইউনিয়ন পরিষদ থেকে সেবা গ্রহণ করেছেন এমন ২০ জন স্থানীয় নাগরিকের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এতে দেখা যায়, ২৫% নাগরিক কোনো না কোনোভাবে অনিয়মের শিকার হয়েছেন।
মতবিনিময় সভায় এ সময় সনাক ও স্বজন সদস্যবৃন্দ, টিআইবি’র প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আরবি.এএন. ৩১ জুলাই ২০১৮