শিরোনাম :
ঢাকা ক্রেডিট ও ডেইলি স্টার পত্রিকার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন
ডিসিনিউজ: আজ ৯ আগস্ট বৃহস্পতিবার বিকেল চারটায় ঢাকা ক্রেডিট ও বহুল প্রচারিত ইংরেজি দৈনিক পত্রিকা দি ডেইলি স্টারের কর্তৃপক্ষের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দি ডেইলি স্টার অফিসের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে দি ডেইলি স্টারের ১০০ কপি পত্রিকা সরবরাহ করবে, প্রাসঙ্গিক পাবলিক রিলেশনে ঢাকা ক্রেডিটকে যথাসম্ভব সহায়তা করবে, সাশ্রয়ী মূল্যে প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রচারে সহযোগিতা করবে। এ ছাড়াও নিজস্ব পত্রিকায় বছরে দুটি সাকসেস স্টোরি মুদ্রণে সহায়তা করবে।
পক্ষান্তরে, ঢাকা ক্রেডিট প্রচলিত মূল্য প্রদান সাপেক্ষে প্রতিদিন ১০০ কপি সংবাদপত্র ক্রয় করবে এবং নিয়মিত ও সক্রিয় সদস্য, বিশিষ্ট ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের নিকট পত্রিকা সার্কুলেশ বিস্তারের আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা ক্রেডিটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা ও সিইও লিন্টু খৃষ্টফার গমেজ। এ সময় ঢাকা ক্রেডিটের নির্মিতব্য ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের নবনিযুক্ত সিইও মেজর জেনারেল (অব:) জন গমেজ যিনি ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন তিনিও উপস্থিত ছিলেন। দি ডেইলি স্টার পত্রিকার পক্ষে স্বাক্ষর করেন ফাইন্যান্স এন্ড ্এ্যডমিন জেনারেল ম্যানেজার মিজানুর রহমান এফসিএ।
তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন বড় বড় প্রকল্পের যেমন আন্তর্জাতিকমানের চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার, রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টার, গার্লস হোস্টেল, ক্রেডিট ইউনিয়ন স্কুল, ঢাকার অদূরে গাজীপুরের মঠবাড়ীতে ৩০০ বেডের হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও নার্সিং হোম প্রতিষ্ঠার সংক্ষিপ্ত বিবরণ দেন। নতুন নতুন প্রকল্পের উল্লেখের সময় তিনি নিটল টাটার সাথে ঢাকা ক্রেডিটের যৌথচুক্তির মাধ্যমে জনকল্যাণে গাড়ী প্রশিক্ষণের কথাও উল্লেখ করেন।
মঠবাড়ীতে নির্মিতব্য হাসপাতালের উল্লেখ করে তিনি বলেন, হলি ফ্যামিলি হাসপাতাল চার্চের হাতছাড়া হওয়ার পর এটাই বৃহৎ পরিসরে প্রথম এত বড় হাসপাতাল প্রতিষ্ঠার কাজ হতে যাচ্ছে; এবং ঢাকা ক্রেডিট এই উদ্যোগ নিয়েছে। এর সিইও হিসেবে প্রাক্তন রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) জন গমেজের নিয়োগের কথাও তিনি উল্লেখ করেন।
ডেইলি স্টারের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী সম্পাদক ব্রিগেডিয়ার (অব:) শাহেদুল আলম খান এনডিসি, পিএসসি; হেড অব মার্কটিং মো. তাজদীন হাসান, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার শুভাশীষ রয়সহ আরো অনেকে।
ঢাকা ক্রেডিটের পক্ষে অন্যান্যের মধ্যে ছিলেন সিও সুদান গাইন, সেক্রেটারিয়েট ম্যানেজার স্বপন রোজারিও, সমিতির প্রেসিডেন্টের সেক্রেটারি সুমন নংমিন, আইটি বিভাগের জয় জন বিশ্বাস ও সুজন গমেজ।
আরপি/এসআর/আরআর/৯আগস্ট২০১৮