ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটে ব্যবসায়ী সিসি (ক্রেডিট সিলিং) ঋণ গ্রহীতাদের সমন্বয়ে মতবিনিময়...

অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটে ব্যবসায়ী সিসি (ক্রেডিট সিলিং) ঋণ গ্রহীতাদের সমন্বয়ে মতবিনিময় সভা

0
491

ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে ১৩ আগস্ট ৮টায় ঢাকা ক্রেডিটের সিসি (ক্রেডিট সিলিং) ব্যবসায়ী ঋণ গ্রহণকারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিসি ঋণের নিয়ম-নীতির সংশোধনের বিষয়ে আলোচনা করা হয়।

এ মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ।

তিনি বলেন, ‘সিসি (ক্রেডিট সিলিং) ঋণ গ্রহীতার সংখ্যা খুব বেশি নয়। বিগত বোর্ড মিটিং-এ আমাদের সিদ্ধান্তক্রমে কিছু সংযোজন-বিয়োজন এসেছে সিসি ঋণের উপরে। আপনারা যেন সহজেই এই ঋণ পরিশোধ করতে পারেন এবং আরো বেশি ঋণ গ্রহণ করতে পারেন সে কারণে এই পরিবর্তন।’

‘অতীতে যারা সিসি ঋণ গ্রহণ করেছেন, তারা তিন মাস পরপর সুদ প্রদান করতেন কিন্তু এখন প্রতিমাসে ০.৫% করে ঋণের আসল পরিশোধ করতে হবে। যদি তিন মাস ঋণের সুদ এবং আসল ফেরৎ না দেন তাহলে আপনি আর পরবর্তী ঋণ গ্রহণ করতে পারবেন না। অথবা আপনি চাইলে তিন মাস পরে ১.৫% আসল টাকা পরিশোধ করবেন। প্রথম বার ঋণ গ্রহণ করার পরে আপনি যদি তিনবার ঋণ ফেরৎ দেন তাহলে আপনি আবার ঋণ পাবেন পুনরায়, কিন্তু এটি আপনার অনুমোদিত ঋণের অধিক নয়। অতীতে আপনার হিসাবে টাকা জমা রাখলে সঙ্গে সঙ্গে আপনার সুদ কর্তন হতো কিন্তু এখন থেকে তার আর হবে না, যদি আপনি প্রতি মাসে ০.৫% ঋণ ফেরৎ প্রদান করেন।’

ব্যবসায়ীদের সুবিধার্থে প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সেক্রেটারি শুধু চেকে স্বাক্ষর করে রাখবেন জরুরি প্রয়োজনে ব্যবসাীরা যেন সিইও লিন্টু খৃষ্টফার গমেজ এবং এসিইও লিটন টমাস রোজারিও-এর কাছ থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারেন এবং নিরাপত্তা রক্ষার্থে গাড়ির মাধ্যমে এবং গার্ড দ্বারা নগদ অর্থ ব্যবসায়ীদের হাতে পৌঁছে দিবে। এর জন্য ব্যবসায়ীদের ফি প্রদান করতে হবে, বলেন সমিতির প্রেসিডেন্ট গমেজ।

একজন ব্যবসায়ী বলেন, ‘ব্যবসায়ীদের জন্য এই ঋণের ব্যবস্থা করার জন্য বর্তমান প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কারণ এই ঋণ আমাদের ব্যাংক থেকে গ্রহণ করতে গেলে অনেক সুদ প্রদান করতে হতো।’

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমিতির ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, ডিরেক্টর আলবার্ট আশীষ বিশ^াস, পিটার গোমেজ, রতন পিটার কোড়াইয়া, আনন্দ ফিলিপ পালমা, উইলসন রিবেরু, পাপিয়া রিবেরু, নিলু জন চাম্বুগং, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন আই. রোজারিও, সেক্রেটারি সজল যোসেফ রোজারিও, সদস্য জেমস নিখিল দাসসহ ২৫ জন ব্যবসায়ী।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।

সুপারভাইজরি কমিটির সদস্য পাপরি আরেং-এর প্রার্থনার মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয় এবং ষ্টেলা হাজরার প্রার্থনার মাধ্যমে শেষ হয়।