ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ট্রাফিক সপ্তাহে পুলিশকে সহযোগিতায় রোভার স্কাউটের সদস্যরা

ট্রাফিক সপ্তাহে পুলিশকে সহযোগিতায় রোভার স্কাউটের সদস্যরা

0
1272
স্কাউটরা বলছেন, সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন না মানার প্রবণতা প্রবল। পথচারীদের আইন না মানার প্রধান কারণ সময় বাঁচানোর চেষ্টা এবং অলসতা বলে মন্তব্য করেন তারা। # ছবি : পিয়াস বিশ্বাস

রাজধানী ঢাকাসহ সারা দেশে ট্রাফিক সপ্তাহের শেষ দিন আজ। চলমান এ ট্রাফিক সপ্তাহের শুরুর দিন থেকে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করছে রোভার ও স্কাউটের সদস্যরা।

গত ৫ আগস্ট ২০১৮ তারিখ থেকে শুরু হয় ‘বিশেষ ট্রাফিক সপ্তাহ’। ১১ আগস্ট পর্যন্ত চলার কথা থাকলেও পরবর্তীতে এ সেবা আরো ৩ দিন বাড়ানো হয়। ডিএমপির চারটি ট্রাফিক বিভাগের মোট আটটি জোনে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটস ইউনিটের সদস্যরা কাজ করেন। এসব সদস্য রাজধানীর ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন বলে জানান পুলিশ কর্মকর্তারা। ট্রাফিক সপ্তাহের প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দায়িত্ব পালন করেন তারা।

রাজধানীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে অবস্থান নিয়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, দৌড়ে রাস্তা পার না হওয়া, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করাসহ নানা ধরনের নিয়ম মেনে চলাফেরা করতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন তারা।

শাহবাগে কর্মরত স্কাউট সদস্য আশা আক্তারের সঙ্গে কথা বলে জানা যায় বিদ্যমান ট্রাফিক ব্যবস্থার কিছু সমস্যার কথা। যেমন- অনেকেই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চায় না, কারণ ফুটওভার ব্রিজ বেশির ভাগ সময়ই থাকে নোংরা ও চলাচলের অযোগ্য। এ ছাড়া পথচারীদের অসচেতনতারও কিছু চিত্র তুলে ধরেন তিনি, কানে হেডফোন লাগিয়ে রাস্তায় চলাচল করা, যেখানে সেখানে রাস্তা পার হওয়া, ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া, যেখানে সেখানে পার্কিং ও যে-কোনো জায়গায় বাস থেকে যাত্রীদের ওঠা বা নামা ।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পথচারী মোহম্মদ ফারুক স্কাউটদের সহযোগিতাকে অভিনন্দন জানিয়ে বলেন, “দেশে পরিবর্তন অবশ্যই হবে আমাদেরও উচিত দেশের আইন শৃঙ্খলা মেনে তাদের সহযোগিতা করা।”

তবে স্কাউটরা বলছেন, সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন না মানার প্রবণতা প্রবল। পথচারীদের আইন না মানার প্রধান কারণ সময় বাঁচানোর চেষ্টা এবং অলসতা বলে মন্তব্য করেন তারা। একজন স্কাউট বলেন, নিয়ম মেনে একটু বেশি হেঁটে গিয়ে কিছুটা বেশি দূরত্ব অতিক্রম করতে রাজি হন না অধিকাংশ পথচারী।

স্কাউটদের মতে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষের নিজেদের মধ্যে সচেতনতা তৈরির বিকল্প নেই।

ট্রাফিক সপ্তাহ শেষে এখন দেখার পালা এতদিনের পরিশ্রমের ফল সাধারণ মানুষ কিভাবে দিচ্ছে!

আরবি.পিবি.আরপি. ১৪ আগস্ট ২০১৮