ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পরপারে চলে গেলেন রাজশাহী কারিতাসের পরিচালক ডেনিস সি বাস্কে!

পরপারে চলে গেলেন রাজশাহী কারিতাসের পরিচালক ডেনিস সি বাস্কে!

0
988

আজ সকাল ৯টায় না ফেরার দেশে চলে গেলেন কারিতাস বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক পরিচালক ডেনিস সি বাস্কে।

কারিতাস সুত্রে জানা যায়, কিছুদিন আগে তিনি সামান্য অসুস্থ ছিলেন এবং সুস্থও হয়ে ওঠেন।

আজ সকালে তিনি তার গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর থেকে রাজশাহী ফিরছিলেন পরিবারসহ।পথিমধ্যে তিনি অসুস্থবোধ করলে রাজশাহী ইসলামিয়া কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা ও অক্সিজেন দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন । রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হয় তার কর্মস্হল কারিতাস রাজশাহীর কার্যালয়ে ।
তার মৃত্যুর সংবাদ পেয়ে কারিতাস কার্যালয়ে তাকে দেখতে আসেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, চ্যান্সেলর ফাদার উইলিয়াম মুর্মুসহ আরো অনেকে।

এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে তার নিজ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে।সেখান থেকে এনে তাকে রাখা হবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমাগারে।

আগামীকাল ক্যাথিড্রাল কবরস্থানে তাকে সমাহিত করা হবে। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী সবিতা মারান্ডী ও একমাত্র পুত্র স্ট্যানলী অভিষেক বাস্কে।।

আরবি.কেসি. ১৯ আগস্ট ২০১৮