শিরোনাম :
ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের শুভেচ্ছা
বাংলাদেশসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানের প্রতি ঈদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ও সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।
তারা এক যৌথ বিবৃতির মাধ্যমে এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, ‘ধর্মপ্রাণ মুসলমান ভাইবোনেরা পবিত্র ঈদ-উল-আযহা পালন করতে যাচ্ছেন। পশু কোরবানীর মাধ্যমে তারা নিজেদের আল্লাহর নিকট উৎসর্গ করবেন। কোরবানীর পশুর মাংস তারা বিতরনের মাধ্যমে নিজেদের খুশি অন্যদের সাথে সহভাগিতা করবেন।’
বর্তমানে সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদ মানব জাতির জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, মানুষে মানুষে বিদ্বেষ ও বৈরিতা সৃষ্টি করছে। যে কারণে সকল ধর্মের মানুষের মাঝে ঐক্য এবং সম্প্রীতি গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ঈদ-উল-আযহার সহভাগিতার আনন্দ সকলের মধ্যে সম্প্রীতি এবং মিলনবন্ধন তৈরি করুক এই কামনা করি। আশা করি মহান ঈদ সকলকে সহাবস্থান ও কল্যাণের পথে চালিত করবে।
আজকের এই মহান দিনে বিশ্বের এবং বাংলাদেশের সকল মুসলমান ভাইবোনদের প্রতি রইলো আমাদের প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।
আরবি.এইচআর. ২০ আগস্ট ২০১৮