ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হলো ভাওয়াল আন্তঃমিশন ৭ম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

অনুষ্ঠিত হলো ভাওয়াল আন্তঃমিশন ৭ম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

0
449

সমাজবদ্ধ মানুষের সুষ্ঠু বিনোদন ও সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারের লক্ষে ‘দড়িপাড়া জাগ্রত যুব সংঘ’ আয়োজন করেছে ‘ভাওয়াল আন্তঃমিশন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিভার উন্মেষ’।

গাজীপুর জেলার দড়িপাড়ায় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান ২১ আগস্ট (মঙ্গলবার) থেকে ২৪ আগস্ট (শুক্রবার) পর্যন্ত চলবে।

দড়িপাড়া জাগ্রত যুব সংঘের সভাপতি সানি জেভিয়ার রোজারিওর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুমিলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্রান্সিস বাবু পি. রোজারিও।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দড়িপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত অমল ডি’ক্রুশ। এ ছাড়াও উপস্থিত ছিলেন দড়িপাড়া জাগ্রত যুব সংঘের প্রাক্তন সভাপতিবৃন্দ এবং সদস্য-সদস্যাগণ।

১০০ টাকা রেজিস্ট্রেশন ফি এর মাধ্যমে ভাওয়ালের আওতাধীন যেকোনো খ্রীষ্টান ছাত্র-ছাত্রীসহ সাধারণ খ্রিষ্টভক্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বিভাগীয় প্রতিযোগিতায় প্রতিযোগিরা উন্মুক্ত বিভাগসহ সর্বোচ্চ ৪টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। তবে শিক্ষা ও সাংস্কৃতিক বিভাগে ৩টির অধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না।

৪ দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে থাকছে আবৃত্তি, গল্প বলা, ধারাবাহিক গল্প বলা, জ্ঞান জিজ্ঞাসা, হাতের লেখা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও একক অভিনয়।

২য় দিনে ছড়া গান, রবীন্দ্র সঙ্গীত, দেশাত্ববোধক গান, নজরুল গীতি, আধুনিক গান, লোক গীতি, উচ্চাঙ্গ সংগীত, যন্ত্র সংগীত ও দ্বৈত সংগীত পরিবেশনা।

৩য় দিনে সাধারণ নৃত্য, দলীয় নিত্য, উচ্চাঙ্গ নৃত্য, একক ও দলীয় মডার্ন ড্যান্স এবং একক ও দলীয় ফ্যাশন শো।

শেষ দিনে প্রার্থনা ও বাইবেল পাঠ প্রতিযোগিতা।

এ দিন বিকেলে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

আরবি.জেসি. ২৩ আগস্ট ২০১৮